ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মাঠে ঘুরে বেড়াচ্ছিল মস্ত বড় এক ছাগল। তাকে দেখতে বেড়ার ধারে দাঁড়িয়ে পড়লেন এক তরুণ। তরুণকে দেখে সে দিকে এগিয়ে গেল ছাগলটি। তরুণ মজা করে ছাগলটিকে জিভ দেখালেন। কিন্তু ছাগলটি গেল রেগে। মুখ ভেঙিয়ে তাকে অপমান করা হচ্ছে! ভারী অন্যায়! রেগে একেবারে আগুন হয়ে গেল ছাগলটি। তরুণকে পাল্টা জিভ দেখিয়ে দিল সে। শুধু তা-ই নয়, তরুণের মুখে থুতুও ছিটিয়ে দিল দুষ্টু ছাগলটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি ছাগলকে দেখে এক তরুণ জিভ দেখাচ্ছেন। ছাগলটিও সেই তরুণকে অনুকরণ করে জিভ দেখাচ্ছে। কিন্তু শেষমেশ তরুণকে দেখে রাগ হয়ে গেল ছাগলটির।
পিছনের দু’পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে পড়ে তরুণের মুখোমুখি হল সে। তরুণ আবার মজা করে জিভ বার করতেই তাঁর মুখে থুতু ছিটিয়ে দিল ছাগলটি। এই ঘটনাটি কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে হেসে কুটিপাটি হয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘অপমানের বদলা নিয়েছে ছাগলটি।’’