Viral Video

মেট্রোয় বসার জায়গা নিয়ে ঝগড়া! ব্যাগ দিয়ে ধাক্কা দেওয়ায় বৃদ্ধাকে লাথি মেরে ফেলে দিলেন তরুণী, ভাইরাল ভিডিয়ো

এক তরুণী যাত্রীকে ব্যাগ দিয়ে মারতে শুরু করেন বৃদ্ধা। তার পর তরুণীও সেই বৃদ্ধাকে পাল্টা আক্রমণ করেন। আসন ছেড়ে উঠে বৃদ্ধাকে লাথি মারেন সেই তরুণী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১৩:৫৫
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

মেট্রোয় বয়স্কদের জন্য সংরক্ষিত আসনে বসেছিলেন এক তরুণী। তুলনামূলক ভাবে মেট্রো প্রায় ফাঁকাই ছিল। সেই সময় হাতে একগাদা ব্যাগ নিয়ে উঠলেন এক বৃদ্ধা। মেট্রোয় অন্য ফাঁকা আসনে বসলেন না তিনি। সংরক্ষিত আসনেই বসার জেদ ধরে বসলেন বৃদ্ধা। তরুণীকে সরতে বলায় বৃদ্ধার কথায় কর্ণপাত করলেন না তরুণী। রেগেমেগে ব্যাগ দিয়ে তরুণীর পায়ে মারতে শুরু করেন বৃদ্ধা। তরুণীও গেলেন চটে। সজোরে লাথি মেরে বৃদ্ধাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আর/পাবলিকফ্রিকআউট’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোর ভিতর দাঁড়িয়ে রয়েছেন এক বৃদ্ধা। হঠাৎ এক তরুণী যাত্রীকে ব্যাগ দিয়ে মারতে শুরু করেন তিনি। তার পর তরুণীও সেই বৃদ্ধাকে পাল্টা আক্রমণ করেন। আসন ছেড়ে উঠে বৃদ্ধাকে লাথি মারেন সেই তরুণী। বৃদ্ধাও ধাক্কা সামলাতে না পেরে উল্টো দিকের আসনে গিয়ে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে এক তরুণ সেখানে হাজির হন। বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা করেন তিনি।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি সোমবার বিকেল ৪টের সময় তাইওয়ানের তাইপেই শহরে তামসুই-শিনউইয়ি লাইনে (স্থানীয়দের কাছে যা রেড লাইন নামে অধিক পরিচিত) ঘটেছে। ৭৩ বছর বয়সি সেই বৃদ্ধার নাম সেং। বৃদ্ধার দাবি, তিনি বয়স্কদের জন্য সংরক্ষিত আসনে বসতে চেয়েছিলেন। তাঁর হাতে এত ব্যাগ ছিল যে, তিনি সেখানে দাঁড়িয়ে থাকতে পারছিলেন না।

Advertisement

তরুণীর কাছে আসনে নিজের ব্যাগগুলি রাখার জন্য অনুরোধ করেছিলেন সেং। কিন্তু তরুণী সে কথায় কর্ণপাত করেননি। রেগে গিয়ে ব্যাগ দিয়েই তরুণীর পায়ে মারতে শুরু করেন বৃদ্ধা। তরুণীর হাতেও একখানা ব্যাগ ছিল। ব্যাগটি অন্য যাত্রীকে ধরার অনুরোধ করেন সেই তরুণী। তার পর আসন ছেড়ে উঠে বৃদ্ধার গায়ে লাথি মেরে তাঁকে ফেলে দেন। উল্টো দিকের আসনে ছিটকে পড়েন সেং। দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এক যাত্রী এসে ঝগড়া থামানোর চেষ্টা করেন। পরে স্টেশন ম্যানেজার দুই যাত্রীর মধ্যে অশান্তি মেটান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement