Viral Video

আঁচলের তলায় লুকিয়ে ফেললেন গয়নার বাক্স! দোকানে গিয়ে ৬ লক্ষ টাকার সোনা চুরি দম্পতির, ভাইরাল ভিডিয়ো

রাতে দোকান বন্ধ করার সময় গয়নার বাক্সের হিসাব করে আবার গুছিয়ে রাখছিলেন কর্মীরা। তখনই হিসাবে একটি বাক্স কম পড়ে। সন্দেহ হওয়ায় দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন মালিক।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১১:২০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সোনার হার কিনতে চান বলে গয়নার দোকানে ঢুকেছিলেন এক দম্পতি। সোফায় আরাম করে বসে একের পর এক হার দেখে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু কোনও গয়নাই পছন্দ হচ্ছিল না তাঁদের। দোকানের কর্মীও হাল ছাড়ার পাত্র নন। একের পর এক গয়নার বাক্স সাজিয়ে টেবিলে রাখছিলেন তিনি। সুযোগ পেতেই একটি বাক্স শাড়ির আঁচলের তলায় ঢুকিয়ে ফেললেন মহিলা ক্রেতা। দোকানের কোনও কর্মীই তা টের পেলেন না। পরে সেই গয়নার বাক্স চুরি করে দোকান থেকে বেরিয়ে গেলেন দম্পতি। দোকানের সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য ধরা পড়েছে। সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, সম্প্রতি এই ঘটনাটি উত্তরপ্রদেশের বুলন্দশহরের ডিএম রোড এলাকার একটি গয়নার দোকানে ঘটেছে। দোকানের মালিকের নাম গৌরব পণ্ডিত। গৌরবের অভিযোগ, এক দম্পতি সোনার হার কিনতে চান বলে তাঁর দোকানে ঢুকেছিলেন। প্রচুর হার দেখলেও কোনও কিছুই পছন্দ হয়নি তাঁদের। শেষমেশ খালি হাতেই দোকান থেকে বেরিয়ে যান তাঁরা।

রাতে দোকান বন্ধ করার সময় গয়নার বাক্সের হিসাব করে আবার গুছিয়ে রাখছিলেন কর্মীরা। তখনই হিসাবে একটি বাক্স কম পড়ে। সন্দেহ হওয়ায় দোকানের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন গৌরব। তখনই চুরির ঘটনা ধরা পড়ে। সোনার হার দেখতে গিয়ে একটি বাক্স কোলের উপর রেখে দেন সেই মহিলা। তার পর সকলের অলক্ষে শাড়ির আঁচল দিয়ে বাক্সটি আড়াল করে ফেলেন তিনি।

Advertisement

দোকানের কোনও কর্মীই বিষয়টি টের পাননি। তার পর সেই গয়নার বাক্স চুরি করে দোকান থেকে বেরিয়ে যান দম্পতি। গৌরবের দাবি, ছ’লক্ষ টাকা মূল্যের সোনার গয়না চুরি গিয়েছে তাঁর। নিকটবর্তী থানায় সেই দম্পতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন দোকানের মালিক। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে যাচ্ছে উত্তরপ্রদেশ পুলিশ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement