ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
ফ্ল্যাটের নীচে চুপচাপ বসে নিজের কাজ সারছিলেন নিরাপত্তারক্ষী। হঠাৎ তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সেই ফ্ল্যাটের এক বাসিন্দা। তর্ক ক্রমে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। নিরাপত্তারক্ষীকে একনাগাড়ে চড় মারতে থাকেন ওই মহিলা। তার পর রক্ষীর জামার কলার ধরে টানতে টানতে তাঁকে আবাসনের বাইরে নিয়ে চলে যান তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘এনসিএমইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, ফ্ল্যাটের নীচে এক নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছেন এক মহিলা। কিছু ক্ষণ তর্কাতর্কির পর নিরাপত্তারক্ষীকে চড় মারতে শুরু করেন তিনি। তার পর রক্ষীর জামার কলার ধরে টানতে টানতে আবাসনের বাইরে নিয়ে চলে যান তাঁকে। আবাসনের বাইরে গিয়ে আবার রক্ষীকে চড় মারতে শুরু করেন ওই মহিলা।
সংবাদমাধ্যম সূত্রে খবর, উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক আবাসনে এই ঘটনাটি ঘটেছে। নিরাপত্তারক্ষীর নাম রাজকুমার যাদব। রাজকুমারের দাবি, মহিলা সেই ফ্ল্যাটের বাসিন্দা। ফ্ল্যাটের নীচে নেমে অকারণেই নিরাপত্তারক্ষীকে মারধর করতে শুরু করেন তিনি। মহিলার বিরুদ্ধে নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করেন ওই নিরাপত্তারক্ষী। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।