ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
মেট্রোর কামরায় উঠে পড়েছে তিন খুদে। তাদের সকলের পরনেই নাচের পোশাক। মেট্রোয় উঠে তিন জনেই সলমন খানের ছবির গানের সঙ্গে নাচ করতে শুরু করল। তিন বালিকার নাচের ভিডিয়ো (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম) সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়ায় তা নিয়ে নেটপাড়ায় সমালোচনা শুরু হয়েছে।
‘হেজ়াল_লিট্ল_ডান্সার’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, মেট্রোর কামরার মধ্যে তিন জন বালিকা নাচ করছে। নেপথ্যে ভেসে আসছে সলমন খানের ছবির একটি রোম্যান্টিক গান। ১৯৯৪ সালে প্রেক্ষাগৃহে সুরজ বরজাতিয়ার পরিচালনায় মুক্তি পায় ‘হম আপকে হ্যায় কৌন ...!’। সলমনের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন বলি অভিনেত্রী মাধুরী দীক্ষিত।
এই ছবির একটি রোম্যান্টিক গান ‘পহেলা পহেলা প্যার’। সেই গানের সঙ্গেই তাল মিলিয়ে নাচ করছে তিন জন বালিকা। এই ঘটনাটি সম্প্রতি দিল্লির মেট্রোর কামরায় ঘটেছে। তিন খুদের নাচ দেখে নেটাগরিকদের একাংশ প্রশংসা করলেও অনেকেই এই ঘটনার সমালোচনা করেছেন। দিল্লি মেট্রো কর্তৃপক্ষের তরফে কামরার ভিতর এই ধরনের ভিডিয়ো বানানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তা সত্ত্বেও নিয়ম ভেঙে খুদেরা যে এ ভাবে নাচ করেছে, তা দেখে নিন্দার ঝড় বয়েছে নেটপাড়ায়। এক জন নেটাগরিক ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, ‘‘ছোটরা এ ভাবেই নিয়ম অমান্য করা শেখে। বড়রাই তাদের উৎসাহ দেন। নাচতে গিয়ে যদি টাল সামলাতে না পেরে কামরার মধ্যে পড়ে যেত ওই খুদেরা, তা হলে দায়ভার কে নিতেন?’’