ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
বন্ধুবান্ধবের সঙ্গে গাড়িতে চেপে ঘুরতে বেরিয়েছিলেন দুই তরুণী। কিন্তু বেশি ক্ষণ আর গাড়ির আসনে বসে থাকতে পারলেন না তাঁরা। চলন্ত এসইউভির ছাদে উঠে পড়লেন দু’জনে। সারা রাস্তা চলন্ত গাড়ির ছাদে উঠে গল্প করতে করতে গেলেন তাঁরা। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/ইন্ডিয়ানসিভিকফেল্স’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, দুই তরুণী চলন্ত এসইউভির ছাদে চেপে বসেছেন। সম্প্রতি এই ঘটনাটি মুম্বইয়ের গোরেগাঁওয়ের ওবেরয় শপিং মলের কাছে ঘটেছে। ভিডিয়োটি দেখে তরুণীদের ঘিরে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে নেটপাড়ায়। নিজের জীবনের ঝুঁকি নিয়ে, ট্রাফিক নিয়ম না মেনে তরুণীরা যে এমন বেপরোয়া আচরণ করছেন তা দেখে খেপে গিয়েছেন নেটাগরিকদের একাংশ।
এক জন নেটব্যবহারকারী ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, ‘‘কী সাহস! ট্রাফিকের কোনও নিয়মকানুনের তোয়াক্কাই করছেন না দু’জন। তরুণীদের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের কড়া পদক্ষেপ করা প্রয়োজন।’’ আবার এক জন লিখেছেন, ‘‘মজা করতে গিয়ে কী ভাবে যে বিপদ ডেকে আনবেন, তা নিয়ে তরুণীদের বিন্দুমাত্র ধারণা নেই।’’