Viral Video

রেললাইন পেরোতে গিয়ে চলে এল ট্রেন, প্ল্যাটফর্মে লাফ দিয়ে অল্পের জন্য প্রাণে বাঁচালেন বৃদ্ধ, ভাইরাল ভয় ধরানো ভিডিয়ো

স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিপরীত দিকে যাওয়ার জন্য রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন বৃদ্ধ। রেললাইন পার করে অন্য দিকে যেতে শুরু করেছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৯:০০
Share:

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

প্ল্যাটফর্ম থেকে রেললাইনে লাফ দিয়ে নেমে স্টেশন পার করতে চেয়েছিলেন এক বৃদ্ধ। কিন্তু সেই মুহূর্তে সাক্ষাৎ যম এসে দাঁড়িয়ে পড়ল তাঁর সামনে। তিনি যখন রেললাইন পার করতে ব্যস্ত, ঠিক তখনই একটি ট্রেন স্টেশনে তীব্র বেগে ছুটে ঢুকছিল। মৃত্যু আসন্ন দেখে ভ্যাবাচ্যাকা খেয়ে যান সেই বৃদ্ধ। তবুও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে তাড়াহুড়ো করে প্ল্যাটফর্মে লাফিয়ে উঠে পড়েন তিনি। প্ল্যাটফর্মে ওঠার সঙ্গে সঙ্গে গা ঘেঁষে ট্রেনটি বেরিয়ে যায়। বরাতজোরে রক্ষা পেয়ে যান তিনি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘আনন্দ যাদব’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, এক বৃদ্ধ রেললাইন থেকে কোনও মতে লাফিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়লেন। ঠিক সেই মুহূর্তে তাঁর গা ঘেঁষে পার করল একটি ট্রেন। এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে ভিডিয়োটি দেখে আতঙ্ক প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। আসলে, স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বিপরীত দিকে যাওয়ার জন্য রেললাইনে লাফ দিয়ে নেমেছিলেন সেই বৃদ্ধ।

রেললাইন পার করে অন্য দিকে যেতে শুরু করেছিলেন তিনি। কিন্তু ঠিক সেই সময় স্টেশনে একটি ট্রেন ঢুকছিল। বৃদ্ধকে দেখে ট্রেনের চালক হর্ন দিলেও ট্রেন থামানোর মতো পরিস্থিতি ছিল না। সেই মুহূর্তে বৃদ্ধ কী করবেন ভেবে পাচ্ছিলেন না। মুহূর্তের মধ্যে রেললাইন থেকে প্ল্যাটফর্মে লাফিয়ে উঠে পড়লেন তিনি।

Advertisement

ট্রেনটিও স্টেশনে না দাঁড়িয়ে তীব্র গতিতে ছুটে বেরিয়ে গেল। ভাগ্যের জোরে প্রাণে বেঁচে গেলেন বৃদ্ধ। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বৃদ্ধের ভাগ্যের জোর রয়েছে। খুব জোর বেঁচে গিয়েছেন।’’ আবার এক জন মজা করে লিখেছেন, ‘‘বৃদ্ধের সঙ্গে মনে হয় যমের ভাল বন্ধুত্ব রয়েছে। তাই মৃত্যুর মুখ থেকে ফিরে গেলেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement