মেট্রো স্টেশনের বাইরের দৃশ্য। ছবি: সংগৃহীত।
মেট্রো থেকে নামার পর স্টেশনের গেট দিয়ে বাইরে বেরোচ্ছিলেন যাত্রী। কিন্তু স্টেশনের গেটের পাশে একটি বড় বাক্স দেখে থমকে যান তিনি। বাক্সভর্তি কন্ডোম রাস্তার ধারে যত্রতত্র ছড়িয়ে রয়েছে। বিন্দুমাত্র দেরি না করে সেই ছবিটি তুলে ফেললেন মেট্রোর যাত্রী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় সেই ছবিটি ছড়িয়ে পড়েছে (যদিও তার সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘আর/দিল্লি’ নামের অ্যাকাউন্ট থেকে রেডিটের পাতায় একটি ছবি পোস্ট করা হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে যে, লাল রঙের একটি বাক্স খোলা অবস্থায় পড়ে রয়েছে। সেই বাক্স থেকে আবার ছোট ছোট কিছু প্যাকেট রাস্তায় ছড়িয়ে পড়ে রয়েছে। এই ঘটনাটি দিল্লির এক মেট্রো স্টেশনের গেটের পিছনে ঘটেছে। বাক্সটির মালিক কে সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। পোস্টদাতা জানিয়েছেন যে, কন্ডোমের কয়েকটি প্যাকেট আবার ফাঁকাও ছিল।
এক নেটব্যবহারকারীর মন্তব্য, মেট্রো কর্তৃপক্ষের তরফে নাকি বিনামূল্যে এই সংস্থার কন্ডোম বিতরণ করা হত। যদিও সেই ঘটনা বহু পুরনো। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০১৪ সালে গর্ভনিরোধক ওষুধ প্রস্তুতকারক একটি সংস্থা বিভিন্ন মেট্রো স্টেশনে ভেন্ডিং মেশিন স্থাপনের জন্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর সঙ্গে অংশীদারি শুরু করেছিল। কন্ডোমের পাশাপাশি গর্ভনিরোধক ওষুধ এবং স্যানিটারি ন্যাপকিনের মতো দৈনন্দিন স্বাস্থ্যরক্ষার প্রয়োজনীয় পণ্য বিতরণের জন্য বসানো হয়েছিল সেই মেশিন। তবে, সেই ব্যবস্থা এখন আর নেই।
মেট্রো স্টেশনের বাইরে কন্ডোমভর্তি বাক্স কোথা থেকে এল তা নিয়েই নেটপাড়ায় আলোচনা চলছে। ছবিটি দেখে মজা করে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘কেউ হয়তো মেট্রোর যাত্রীদের উপকার করতে চাইছিলেন। তাই খোলা অবস্থায় বাক্সটি ফেলে গিয়েছেন।’’