প্রয়োজনে বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থন, বললেন মমতা

বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনের দরজাটা খুলেই রাখল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের ফল বেরোনোর পর কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মে ২০১৬ ১৭:১৪
Share:

বিজেপিকে ইস্যুভিত্তিক সমর্থনের দরজাটা খুলেই রাখল তৃণমূল। বৃহস্পতিবার দুপুরে নির্বাচনের ফল বেরোনোর পর কালীঘাটে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানে মমতা বলেন, ‘‘বিজেপি-র সঙ্গে আমাদের মতাদর্শগত ফারাক আছে। তাদেরকে আমরা সমর্থন করতে পারি না। তবে, কোনও ইস্যুর সঙ্গে যদি সাধারণ মানুষের সম্পর্ক জড়িত থাকে সে ক্ষেত্রে আমরা বিরোধিতা করব না।’’

Advertisement

এ দিন ফল বেরোনোর পরই বামেরা অভিযোগ তোলে, বিভিন্ন কেন্দ্রে তৃণমূলের সঙ্গে হাত মিলিয়েছে বিজেপি। খড়্গপুর-সহ বেশ কয়েকটি কেন্দ্রে এমনটা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement