Nargis Mohammadi

ইরানে ফের ধৃত নোবেলজয়ী নার্গিস

২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নার্গিস। এর আগে অন্তত ১৩ বার জেলে পোরা হয়েছে তাঁকে। মোট ৩০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৮:২৫
Share:

নার্গিস মোহাম্মাদি। — ফাইল চিত্র।

নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ফের গ্রেফতার করল ইরান সরকার। নার্গিস ফাউন্ডেশনের তরফে সংবাদমাধ্যমকে এই খবর জানানো হয়েছে। গত কাল মাশাদ শহরে এক আইনজীবীর স্মরণসভা উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন ৫৩ বছরের এই মানবাধিকার কর্মী। সেখান থেকেই গ্রেফতার করা হয় নার্গিসকে। তাঁর সমর্থকদের অভিযোগ, রীতিমতো বলপ্রয়োগ করে ওই জমায়েত থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নার্গিসকে। অবিলম্বে তাঁর মুক্তির দাবিতে ইরান জুড়ে বিক্ষোভ শুরু হয়েছে। সেই সঙ্গে আমেরিকা এবং পশ্চিম ইউরোপের দেশগুলিও নার্গিসের মুক্তির জন্য তেহরানের উপরে চাপ বাড়াতে চলেছে বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন নার্গিস। এর আগে অন্তত ১৩ বার জেলে পোরা হয়েছে তাঁকে। মোট ৩০ বছরের কারাদণ্ড হয়েছে তাঁর। শেষ দফায় জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ইরান সরকারের বিরুদ্ধে নানা ধরনের বিক্ষোভ-কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে তাঁকে ১৩ বছর ৯ মাসের কারাবাসের সাজা শুনিয়েছিল ইরানের আদালত। ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পরে যখন বিক্ষোভে উত্তাল হয়েছিল দেশ, সেই সময়ে সেই আন্দোলনকে সমর্থন করেছিলেন নার্গিস। তবে ২০২৪ সালে শারীরিক অসুস্থতার কারণে প্যারোলে ছাড়া পান তিনি। কিন্তু তার পরেও সরকার-বিরোধী নানা ধরনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে দেখা গিয়েছে তাঁকে। তেহরানের কুখ্যাত এভিন কারাদণ্ডের সামনে প্রতিবাদ জানাতে দেখা গিয়েছে নার্গিসকে। এক সময়ে এই কারাগারে বন্দি করে রাখা হয়েছিল তাঁকেও। তবে গত কাল গ্রেফতারির পরে নার্গিসকে কোথায় রাখা হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাঁর গ্রেফতারি নিয়ে সরকারি ভাবে মুখ খোলেনি ইরান সরকারও। গোটা বিষয়টি নিয়ে তাই উৎকণ্ঠায় তাঁর অনুরাগী এবং সমর্থকেরা।

গত কাল মাশাদ শহরে যাঁর স্মরণসভায় নার্গিস হাজির হয়েছিলেন, সেই ৪৬ বছরের মানবাধিকার কর্মী তথা আইনজীবী খুসরু আলিকোর্দিকে সম্প্রতি তাঁর নিজের দফতরেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছিল। স্থানীয় পুলিশ-প্রশাসনের দাবি ছিল, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খুসরুর। কিন্তু নার্গিস-সহ ইরানের বহু মানবাধিকার কর্মী সেই তত্ত্ব মানতে নারাজ। যথেষ্ট রহস্যজনক অবস্থায় খুসরুর দেহ উদ্ধার হওয়ায় তাঁরা এ নিয়ে আরও বেশি করে তথ্য দাবি করে আসছিলেন গত কয়েক দিন ধরেই। নিয়মিত সরকার-বিরোধী নানা কথাবার্তা বলা, নারীদের সমানাধিকারে পক্ষে সওয়াল করা এবং বিভিন্ন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ায় গত কয়েক বছরে বহু বার গ্রেফতার করা হয়েছিল খুসরুকে। এ হেন খুসরুর স্মরণসভায় গত কাল উপস্থিত জমায়েতের উদ্দেশে ভাষণ দিতে গিয়েছিলেন নার্গিস। সমাজমাধ্যমে ভাইরাল কিছু ভিডিয়োয় হিজাব ছাড়াই দেখা গিয়েছিল তাঁকে। এমনকি সেখানে উপস্থিত বহু মহিলার মাথাতেই কাল হিজাব ছিল না বলে দেখা গিয়েছে। সেই আক্রোশ থেকে নার্গিসকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তাঁর সমর্থকদের একাংশ। কারণ দেশে হিজাব-বিরোধী আন্দোলনের বড় মুখ তিনি। নিজের ভাষণে কাল মাজিদ্রেজ়া রাহনাওয়ার্দের প্রসঙ্গও টেনেছিলেন নার্গিস। ২০২২ সালে যাঁকে মেরে প্রকাশ্যে ঝুলিয়ে দিয়েছিল ইরান সরকার। এর কিছু ক্ষণের মধ্যেই জোর করে গ্রেফতার করা হয় নোবেলজয়ীকে।

এই মানবাধিকার কর্মী আগে হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। এ ছাড়াও তাঁর আরও নানা শারীরিক জটিলতা রয়েছে। অন্তত ৬ মাস তাঁকে পর্যবেক্ষণে রেখে নানা পরীক্ষা করার কথা বলেছেন চিকিৎসকেরা। কারাগারে রেখে তাঁর উপরে শারীরিক অত্যাচার করা হতে পারে বলে মনে করছেন নার্গিসের সমর্থকেরা। তাই তাঁকে অবিলম্বে হেফাজত থেকে মুক্ত না করলে পরিস্থিতি খারাপ হতে পারে বলে আশঙ্কা তাঁদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন