IndiGo

মাঝ-আকাশে জ্ঞান হারালেন আমেরিকান মহিলা! প্রাণ বাঁচালেন প্রাক্তন কংগ্রেস বিধায়ক, তড়িঘড়ি দিল্লিতে নামল বিমান

শনিবার দুপুরে গোয়া থেকে ওড়ার ১০ মিনিটে মাথায় বিমানে অসুস্থ হয়ে পড়েন জেনি নামে এক যাত্রী। ৩৪ বছরের ওই মহিলা ক্যালিফর্নিয়ার বাসিন্দা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১২:১০
Share:

— প্রতীকী চিত্র।

গোয়া থেকে দিল্লি যাচ্ছিল ইন্ডিগোর বিমান। মাঝ-আকাশেই উড়ানে অসুস্থ হয়ে পড়েন এক যাত্রী। তিনি আমেরিকার নাগরিক। ‘মসিহা’ হয়ে দেখা দেন সহযাত্রী বেঙ্গালুরুর এক চিকিৎসক। তিনি কংগ্রেসের বিধায়ক ছিলেন। তাঁর চিকিৎসায় প্রাণ বাঁচে মহিলার। তড়িঘড়ি অবতরণ করে বিমান।

Advertisement

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে গোয়া থেকে ওড়ার ১০ মিনিটে মাথায় বিমানে অসুস্থ হয়ে পড়েন জেনি নামে এক যাত্রী। ৩৪ বছরের ওই মহিলা ক্যালিফর্নিয়ার বাসিন্দা। গোয়ায় ঘুরে দিল্লিতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। ঘড়িতে তখন দুপুর ১টা ১৫ মিনিট। কাঁপতে থাকেন জেনি। পাশে ছিল তাঁর বোন। জানতে পেরে জেনির আসনের কাছে চলে আসেন চিকিৎসক নিম্বালকর। কর্নাটকের বেলগাভি জেলার খানাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।

নিম্বালকর এসে দেখেন জেনি অচেতন হয়ে পড়ে রয়েছেন। তাঁর শরীর ফ্যাকাশে হয়ে গিয়েছে। এর পরেই প্রাথমিক চিকিৎসা শুরু করেন ওই চিকিৎসক। জেনির বোনের থেকে জানতে পারেন, আগের দিন পেটে ইনফেকশন হয়েছিল তাঁর। তখন কিছুটা সুস্থ বোধ করলেও আধ ঘণ্টা পরে আবার অসুস্থ হয়ে পড়েন জেনি। সে সময় তাঁর কাছেই বসে ছিলেন নিম্বালকর। শেষে দিল্লি বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে বিমান। গুরুত্ব বুঝে সেটির দ্রুত অবতরণের ব্যবস্থা করা হয়। বিমান অবতরণের পরে মহিলাকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement