বিগ্রেড ময়দানে আয়োজন গীতা পাঠের। সেখানে আমিষ খাবার বিক্রির অভিযোগে প্রকাশ্যে মারধর করা হয় এক প্যাটিস বিক্রেতাকে। ফেলে দেওয়া হয় সব খাবার। প্যাটিস বিক্রেতা রিয়াজুলের অভিযোগ নষ্ট হয়েছে প্রায় ৩০০০ টাকার খাবার। এই ঘটনায় কী বলছে শহরবাসী?