‘যে ভাবে উড়ালপুল ভেঙেছে, সে ভাবেই ভাঙবে মমতার সরকার’

তিনটি জনসভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। বললেন, এই সরকার সিন্ডিকেট রাজের সরকার। সারদার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছেন তৃণমূল নেতারা। মন্তব্য কংগ্রেস সহ-সভাপতির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৬ ২০:০৪
Share:

তিনটি জনসভা থেকে ফের মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন রাহুল গাঁধী। বললেন, এই সরকার সিন্ডিকেট রাজের সরকার। সারদার মাধ্যমে সাধারণ মানুষের টাকা নিজেদের পকেটে ঢুকিয়ে নিয়েছেন তৃণমূল নেতারা। মন্তব্য কংগ্রেস সহ-সভাপতির। রাহুলের মন্তব্য, ‘‘যে ভাবে উড়ালপুল ভেঙে পড়েছে , ঠিক সেই ভাবেই এই সরকারের পতন ঘটবে।’’

Advertisement

হাওড়ার শ্যামপুরে কংগ্রেস তথা জোট প্রার্থী অমিতাভ চক্রবর্তীর সমর্থনে এ দিন প্রথম সভা ছিল রাহুল গাঁধীর। তার পর বসিরহাট দক্ষিণে অমিত মজুমদারের হয়ে সভা করেন তিনি। সব শেষে হাওড়া উত্তরে সবা করেন সন্তোষ পাঠকের সমর্থনে। তিন সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে এ দিন ত্রিশূলে বিঁধেছেন কংগ্রেস সহ-সভাপতি। সারদা, নারদ আর সিন্ডিকেট রাজ— এই তিন ইস্যু বার বার এ দিন ঘুরেফিরে এসেছে রাহুলের ভাষণে। তিনি বলেন, ‘‘কলকাতায় উড়ালপুল ভাঙল কেন? বাজে সিমেন্ট দিয়ে তৈরি করছিল, বাজে জিনিসপত্র দিয়ে তৈরি করছিল। তাই ভেঙে পড়ল তৃণমূলের নেতাদেরই বরাত দিয়েছিল। ব্রিজটা ভেঙে পড়ার পর তৃণমূলের নেতাদের কিন্তু কোনও ক্ষতি হয়নি।’’ সিন্ডিকেট রাজের জন্যই ব্রিজ বেঙে পড়েছে বলে অভিযোগ করে রাহুল বলেন, ‘‘এই সরকার, সিন্ডিকেট রাজের সরকার। একে হঠানোর সময় এসে গিয়েছে। তাই আমরা সিপিএম আর অন্য বাম দলগুলোর সঙ্গে হাত মিলিয়েছি।’’

আরও পড়ুন:

Advertisement

কমিশনের মধ্যেই রয়েছে তৃণমূলের লোক, অভিযোগ জানাল বিজেপি

সারদা প্রসঙ্গ টেনে রাহুল বলেন, ‘‘আপনারা টাকা জমিয়েছিলেন সারদায়, সেই টাকা ছিনিয়ে নিয়ে ওরা নিজেদের পকেটে ঢুকিয়ে নিল।’’ রাহুল গাঁধীর প্রতিশ্রুতি, ‘‘ক্ষমতায় এলে দুর্নীতিতে অভিযুক্ত এই সব নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেব। আপনাদের টাকা আবার আপনাদের পকেটে ফেরাব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement