সবং-এ আক্রান্ত মানস ভুঁইয়ার মিছিল, জখম অনেকে, অভিযুক্ত তৃণমূল

আক্রান্ত হলেন মানস ভুঁইয়া। সবং-এ তাঁর নেতৃত্বে বাম-কংগ্রেস যৌথ মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বামফ্রন্টের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। জখম কংগ্রেস সমর্থকরাও।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৬ ১৬:৫৩
Share:

আক্রান্ত হলেন মানস ভুঁইয়া। সবং-এ তাঁর নেতৃত্বে বাম-কংগ্রেস যৌথ মিছিলের উপর হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বামফ্রন্টের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন। জখম কংগ্রেস সমর্থকরাও। মানসবাবুর মিছিলে হামলার খবর আসতেই সরগরম রাজ্য রাজনীতি। তাঁকে খুনের চক্রান্ত হয়েছে, অভিযোগ মানসবাবুর।

Advertisement

রবিবার বিকেলে মিছিল নিয়ে প্রচারে বেরিয়েছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি মানস ভুঁইয়া। গ্রামের ভিতরের রাস্তায় মিছিল ঢুকতেই স্থানীয় তৃণমূল নেতা গুরুপদ মান্না, কমলাকান্ত প্রামানিক দলবল এবং দুষ্কৃতীদের নিয়ে মিছিলের উপর হামলা চালায় বলে অভিযোগ। মানসবাবু বলেন, ‘‘গভীর চক্রান্ত হয়েছিল। মিছিলের উপর হামলা কর, মানস ভুঁইয়াকে খতম করে দাও। এই রকম ছক কষা হয়েছিল। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে, কিচ্ছু করেনি। এলাকায় কেন্দ্রীয় বাহিনী এসেছে। তারা কী করছে জানি না। তৃণমূলের স্থানীয় নেতারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ঘুরছে। আমরা সবং-এ রক্তাক্ত হচ্ছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন