ভোট পরবর্তী সন্ত্রাস চলছেই, চলল গুলিও

ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত থাকায় রবি ও সোমবারও উত্তপ্ত ছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। একাধিক ব্যক্তি তাতে আহত হয়েছেন। অভিযোগের তির যেমন বিরোধীদের বিরুদ্ধে উঠেছে তেমনই উঠেছে শাসক দলের বিরুদ্ধেও। প্রশাসনের বক্তব্য, সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০১:২৯
Share:

কোচবিহারে হামলা। নিজস্ব চিত্র।

ভোট পরবর্তী সন্ত্রাস অব্যাহত থাকায় রবি ও সোমবারও উত্তপ্ত ছিল উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা। একাধিক ব্যক্তি তাতে আহত হয়েছেন। অভিযোগের তির যেমন বিরোধীদের বিরুদ্ধে উঠেছে তেমনই উঠেছে শাসক দলের বিরুদ্ধেও। প্রশাসনের বক্তব্য, সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। তবে সাধারণ মানুষের বক্তব্য, দ্রুত ব্যবস্থা নিলে, জীবনযাপন ব্যাহত হচ্ছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, রাজনীতি নিয়ে আলোচনাই ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে উঠতে সংঘর্ষের আকার নিচ্ছে।

Advertisement

হলদিবাড়ি

Advertisement

রবিবার রাত দশটা নাগাদ হলদিবাড়ির সাবেক ছিটমহলবাসীদের ক্যাম্পের বাসিন্দা এক বিজেপি সমর্থকের সঙ্গে তাঁর প্রতিবেশীর রাজনীতি নিয়ে আলোচনা থেকে শুরু হয় কথা কাটাকাটি। রাত ১১টা নাগাদ তাঁর দাদাকে মারধর করা হয়। সোমবার সকালে সাবেক ছিটমহলের বাসিন্দারা হলদিবাড়ির বিডিওর কাছে সুরক্ষা চেয়ে একটি স্মারকলিপি জমা দেন। হলদিবাড়ি থানার আইসি প্রবীণ প্রধান বলেন, “ক্যাম্পে পুলিশের সংখ্যা বাড়ানো হচ্ছে।” মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায়প্রধান অবশ্য বলেন, “ঘটনাটির সঙ্গে রাজনীতির বা দলের কোনও যোগাযোগ নেই।”

বক্সিরহাট

তৃণমূল সমর্থকদের হাত থেকে এক সিপিএম সমর্থককে পুলিশের উদ্ধার করতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বক্সিরহাট থানার ঝিঙাপুনি এলাকা। সোমবার দুপুরে ওই ঘটনাটি ঘটেছে। পরিস্থিতি সামলাতে পুলিশ এক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায়। তৃণমূলের পাল্টা অভিযোগ, ভোটের আগে থেকেই বক্সিরহাট ব্লক জুড়ে তৃণমূলের লোকদের হুমকি দেয় সিপিএমের লোকেরা। ভোটে হারার পরেও তারা পরিকল্পিতভাবে গোলমালের চেষ্টা করছে। এ দিনও উদ্দেশ্যপ্রনোদিত ভাবে সিপিএমের কয়েকজন তৃণমূলের এক কর্মীকে কটূক্তি করেন। তা নিয়ে প্রতিবাদ করাতেই বাদানুবাদের সূত্রপাত। পরে পুলিশ এসে তৃণমূলের লোকদের দোষারোপ করায় স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ করেন।

তপন

সোমবার সকালে দক্ষিণ দিনাজপুরের তপন থানার রামপুর এলাকায় বিজয় মিছিল থেকে সিপিএমের পার্টি অফিসে চড়াও হয়ে ভাঙচূরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাচ্চু হাঁসদার জয়ে এদিন সকাল ১১টা নাগাদ বিজয় মিছিল বের হয়।

চোপড়া

উত্তর দিনাজপুরের চোপড়ায় সোমবার মহকুমা প্রশাসনের কাছে স্মারক লিপি দিয়েছেন কংগ্রেসের ব্লক সভাপতি অশোক রায়। অশোকবাবুর দাবি, মাজিয়ালি, তিনমাইল এলাকাতে তাঁদের পার্টি অফিস দখল হয়ে গিয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন ইসলামপুরের এসডিপিও বৈভব তেওয়ারি।

পোয়াতেরকুঠি

রবিবার রাতে সাবেক ছিটমহল পোয়াতেরকুঠিতে একটি বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে একদল তৃণমূল সমর্থকের বিরুদ্ধে। তাতে একটি শিশু জখম হয়েছে বলেও অভিযোগ। তৃণমূলের অবশ্য পাল্টা অভিযোগ, একদল জোট সমর্থক এদিন পোয়াতেরকুঠি এলাকায় তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালায়। ঘটনার নজর ঘোরাতে বাড়ি ভাঙচুরের অভিযোগ তোলা হয়েছে।

ইটাহার

রবিবার রাতে ইটাহারের কাপাসিয়ার বাসাহারে জমি নিয়ে বিবাদের জেরে এক কংগ্রেস কর্মীকে লোহার রড দিয়ে মারধর করে তাঁকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীদের একাংশের বিরুদ্ধে। জখম ব্যক্তিকে রায়গঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর হাতে, পায়ে ও বুকে আঘাত লেগেছে। তবে সেই আঘাত গুলির কি না, তা পুলিশের কাছে স্পষ্ট নয়। ইটাহারের বিধায়ক অমল আচার্যের দাবি, ‘‘ওই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন