News of the Day

সন্দেশখালির নতুন বিতর্ক কোন দিকে গড়াবে! কোথায় বৃষ্টি হবে, কতটুকু হবে! কেকেআর ম্যাচ, দিনভর আর কী

শনিবার সকালে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। শাসকদলের দাবি, ওই ভিডিয়োর মাধ্যমেই সন্দেশখালিতে বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস হয়ে গিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ মে ২০২৪ ০৬:৫৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

লোকসভা ভোটের মধ্যেই আবার সংবাদের শিরোনামে উঠে এসেছে সন্দেশখালি। সৌজন্যে ৩২ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ‘স্টিং অপারেশন’ ভিডিয়ো! ভিডিয়োটির সত্যতা আনন্দবাজার অনলাইন যাচাই করেনি। গোপন ক্যামেরায় তোলা সেই ভিডিয়োয় এক বিজেপি নেতা দাবি করেছেন, গত ফেব্রুয়ারি-মার্চ মাসে সন্দেশখালিতে ওঠা ধর্ষণের অভিযোগগুলি ‘সাজানো’ ছিল! টাকার বিনিময়ে ধর্ষণের অভিযোগ করেছিলেন মহিলারা। গোটা বিষয়টাই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ‘মস্তিষ্কপ্রসূত’ বলেও দাবি করেছেন ওই পদ্মনেতা। যা নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি।

Advertisement

সন্দেশখালির ভিডিয়োকাণ্ড

শনিবার সকালে একটি ভিডিয়ো প্রকাশ্যে আসতেই আসরে নামে তৃণমূল। শাসকদলের দাবি, ওই ভিডিয়োর মাধ্যমেই সন্দেশখালিতে বিজেপির ‘ষড়যন্ত্র’ ফাঁস হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিজেপি সন্দেশখালি নিয়ে ‘ষড়যন্ত্র’ করে পশ্চিমবঙ্গকে কালিমালিপ্ত করেছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, বিজেপির যে সব কেন্দ্রীয় নেতারা লাগাতার সন্দেশখালির প্রসঙ্গ টেনে বাংলার ‘বদনাম’ করেছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের ক্ষমা চাইতে হবে। বিজেপি অবশ্য ভিডিয়োটিকে ‘ভুয়ো’ এবং ‘বিকৃত’ বলে দাবি করেছে। সিবিআই তদন্ত চেয়েছে তারা। ভিডিয়োয় যে বিজেপি নেতার দাবি নিয়ে এত শোরগোল, সেই গঙ্গাধর কয়ালও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দ্বারস্থ হয়েছেন। শুভেন্দুর দাবি, ওই ভিডিয়োর নেপথ্যে তৃণমূলের হাত রয়েছে। অভিষেককেই নিশানা করেছেন বিরোধী দলনেতা। তাঁর হুঁশিয়ারি, ‘‘পুরো বিষয়টা নিয়ে অনেক দূর যাব। কয়লা ভাইপোকে জেলে পু়রব।’’

Advertisement

রাজ্যে বৃষ্টি হবে, কোথায় কোথায়?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই তাপমাত্রার পরিবর্তন ঘটবে। কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি থাকলেও তীব্র গরমের অস্বস্তি থেকে রেহাই মিলবে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বিদ্যুতের ঝলকানিও দেখা যাবে। হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা না-থাকলেও তাপমাত্রার খুব হেরফের হবে না। আগামী সপ্তাহের শুরু থেকেই তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। কিন্তু আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

তিন কেন্দ্রে মমতার তিন সভা

দিলীপ ঘোষের লোকসভা আসনে প্রচারসভা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ সব মিলিয়ে তিনটি সভার কর্মসূচি রয়েছে তাঁর। শুক্রবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই কেন্দ্রেই তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের হয়ে আজ প্রচারসভা মমতার। এ ছাড়া বীরভূম কেন্দ্রে অভিনেত্রী তথা বিদায়ী সাংসদ শতাব্দী রায়ের হয়ে সভা করবেন তিনি। তাঁর তৃতীয় সভাটি হবে বোলপুরের তৃণমূল প্রার্থী অসিত মালের সমর্থনে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মালদহ দক্ষিণ ও কৃষ্ণনগরে অভিষেক

আজ জোড়া কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শনিবার তাঁর কোনও কর্মসূচি ছিল না। কিন্তু তৃতীয় দফা ভোটের আগে শেষ রবিবারে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করবেন তিনি। এর পর তাঁর গন্তব্য মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্র। সেখানে তৃণমূল প্রার্থী শাহনওয়াজ় আলি রাইহানের সমর্থনে সভা করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ২০১৯ সালে কৃষ্ণনগরে তৃণমূল জয়ী হলেও, মালদহ দক্ষিণে তৃতীয় স্থানে ছিলেন তৃণমূলের প্রার্থী।

আইপিএল: কলকাতা বনাম লখনউ আর পঞ্জাব বনাম চেন্নাই

আইপিএলে এক দিনের বিরতিতে আজ আবার নামছে কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ১২ বছর পর মুম্বই ইন্ডিয়ান্সকে মুম্বইয়ে গিয়ে হারিয়েছে কলকাতা। আত্মবিশ্বাস ক্রমশ বাড়ছে শ্রেয়স আয়ারের দলের। আজ তাদের সামনে লখনউ সুপার জায়ান্টস। কলকাতার এটি অ্যাওয়ে ম্যাচ। তাদের খেলতে হবে লখনউয়ে। এ বার আইপিএল এতটাই জমে গিয়েছে, এই ম্যাচে জিতলেও প্লে-অফ নিশ্চিত হবে না কেকেআরের। ১০ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে কলকাতা দ্বিতীয় স্থানে রয়েছে। আগের ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ সুনীল নারাইন, আন্দ্রে রাসেলদের এটা রানে ফেরার ম্যাচ। লখনউ এই ম্যাচে জিতলে তারা পয়েন্টের বিচারে কলকাতাকে ধরে ফেলবে। কেএল রাহুলের দলের ১০ ম্যাচে ১২ পয়েন্ট। তারাও শেষ ম্যাচে মুম্বইকে হারিয়েছে। আজ কলকাতা-লখনউ ম্যাচ সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। আজ আরও একটি ম্যাচ রয়েছে। খেলবে পঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস। দু’টি দলেরই এটি একাদশ ম্যাচ। চেন্নাইয়ের ১০ পয়েন্ট, পঞ্জাবের ৮। এই ম্যাচ ধরমশালায়। খেলা শুরু বিকেল সাড়ে ৩টে থেকে। দু’টি ম্যাচই দেখা যাবে স্টার স্পোর্টসে। এ ছাড়াও জিয়ো সিনেমা অ্যাপেও দেখা যাবে খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন