ফলাফল ঘোষণার পর রাজ্যজুড়ে ছড়াল হিংসা

ভোটের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়াল বিক্ষিপ্ত হিংসা। গতকাল বিকেলে পুরুলিয়ার বাঘমুন্ডিতে শব্দবাজি ফাটানোয় আপত্তি তোলায় খুন হয়েছিলেন এক তৃণমূলের সমর্থক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ মে ২০১৬ ১২:১৪
Share:

ভাঙচুর চালানো হয়েছে নিউ ব্যারাকপুর থানায়। ছবি: সুদীপ ঘোষ।

ভোটের ফলাফল ঘোষণা হতেই রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়াল বিক্ষিপ্ত হিংসা।

Advertisement

গতকাল বিকেলে পুরুলিয়ার বাঘমুন্ডিতে শব্দবাজি ফাটানোয় আপত্তি তোলায় খুন হয়েছিলেন এক তৃণমূলের সমর্থক। বৃহস্পতিবার গভীর রাতে কলকাতার পঞ্চসায়রের শহিদ স্মৃতি কলোনিতে সিপিএমের কর্মী সমর্থকদের বিরুদ্ধে বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। তাদের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ। খবর পেয়ে পঞ্চসায়র থানার পুলিশ ঘটনাস্থলে গেলে তাঁদের ওপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। ইট-বোতলের আঘাতে আহত হন তিন পুলিশকর্মী। গুরুতর আহত অবস্থায় সাব-ইন্সপেক্টর প্রকাশ সমাদ্দারকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দুই আসনে হেরেও থামেনি চড়াম-চড়াম

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন