ভোটফোড়ন

নারদ ঘুষ কাণ্ডে ঘরে-বাইরে চূড়ান্ত বিড়ম্বনায় দল। রাজ্যের ওজনদার মন্ত্রী হিসেবে তা নিয়ে অস্বস্তি থাকলেও এমনিতে কিন্তু তিনি বেশ খোশমেজাজে! ঘনিষ্ঠরা বলছেন, ভিডিওয় দাদার ছবি নেই, নামও জড়ায়নি। তাই দাদার মেজাজ এখন ফুরফুরে।

Advertisement
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৬ ০৩:০৫
Share:

ফুরফুরে ফিলিম

Advertisement

নারদ ঘুষ কাণ্ডে ঘরে-বাইরে চূড়ান্ত বিড়ম্বনায় দল। রাজ্যের ওজনদার মন্ত্রী হিসেবে তা নিয়ে অস্বস্তি থাকলেও এমনিতে কিন্তু তিনি বেশ খোশমেজাজে! ঘনিষ্ঠরা বলছেন, ভিডিওয় দাদার ছবি নেই, নামও জড়ায়নি। তাই দাদার মেজাজ এখন ফুরফুরে।

তার প্রমাণও মিলল! নিজে প্রার্থী, তবু ভরা ভোটের মরসুমে শনিবাসরীয় বিকেলটা দিব্যি সিনেমা হলে কাটিয়ে দিলেন দাদা! প্রচার না করে সিনেমা? এক ঘনিষ্ঠের কথায়, ‘‘দাদার চিন্তা নেই। এ বারও বহু ভোটে জিতবেন। একটু না হয় ফিলিম দেখলেন!’’

Advertisement

দেড় হাজার মদন

প্রার্থী জেলে। তো কী! তাঁর মুখোশ তো আছে! আজ, রবিবার বিকেলে কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্রের মুখোশ পরেই মিছিল করার কথা ২৪ নম্বর ওয়ার্ডের দলীয় কর্মীদের। মুখোশ সেঁটেই বাড়ি বাড়ি ভোটও চাইবেন তাঁরা। সে জন্য দেড় হাজার মুখোশ বানানোর বরাত দিয়েছেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিমল সাহা। তাঁর কথায়, ‘‘সকলের মধ্যেই যে দাদা আছেন।’’ এক বিরোধী নেতার টিপ্পনী, এক মদনে রক্ষা নেই, আরও দেড় হাজার!

ভগবান বুদ্ধ

আকাশে কালো মেঘ। শনিবার তডিঘড়ি প্রচার সেরেই বরাহনগর বইমেলায় হাজির তৃণমূল প্রার্থী তাপস রায়। স্টলে চক্কর কাটার সময়েই উপহার হিসেবে হাতে এল বই— ‘নির্বাণ অনির্বাণ, বুদ্ধ ভগবান’। চক্ষু চড়কগাছ দলীয় কর্মীদের। শুরু হল ফিসফাস। সাহস করে এক জনের প্রশ্ন, ‘দাদা, এই বই?’ গাড়িতে ওঠার মুখে তাপসবাবুর সহাস্য উত্তর, ‘‘ওরে এ বুদ্ধ সে বুদ্ধ নয় রে বাবা! ইনি হলেন ভগবান বুদ্ধ। বুঝলি!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন