West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে তোপ: ‘বাংলায় দিদির বিদায়ের সময় এসে গিয়েছে’, বসিরহাটে আক্রমণ অমিত শাহের

রবিবার রাজ্যে এসে মমতাকে পাল্টা আক্রমণ করলেন অমিত শাহ। বসিরহাটের জনসভা থেকে মমতাকে নিশানা করলেন তিনি। তৃণমূলের বিদায়ের ডাক দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বসিরহাট শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২১ ১৬:১৫
Share:

জনসভায় অমিত শাহ। নিজস্ব চিত্র।

শনিবার শীতলকুচির ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার রাজ্যে এসে মমতাকে পাল্টা আক্রমণ করলেন অমিত। শীতলকুচির ঘটনার জন্য মমতাকেই দায়ী করলেন তিনি। বসিরহাটের জনসভা থেকে মমতাকে নিশানা করলেন তিনি। তৃণমূলের বিদায়ের ডাক দিলেন তিনি।

Advertisement

দেখে নিন কী বললেন শাহ।

• আমার সভা শেষ হলেই সবাই ৫০ জনকে ফোন করে বলবেন, দুর্নীতি, তোলাবাজি, কাটমানি দূর করার জন্য বিজেপি-কে ভোট দিতে। এ ভাবেই এই বার্তা ছড়িয়ে পড়বে।

Advertisement

• মোদীজি চান বাংলার মানুষের উন্নতি। আর দিদি চান ভাইপোর কল্যাণ। বাংলার মানুষের উন্নতির জন্য বিজেপি-কে ভোট দিন।

• দিদি অনুপ্রবেশ রুখতে পারেননি। আমরা ক্ষমতায় এলে একটা পাখিকেও ঢুকতে দেব না। যারা দুর্নীতি করেছে তাদের জেলে ঢোকানো হবে।

• বিজেপি সরকার ক্ষমতায় এলেই কৃষক ১৮ হাজার করে টাকা পাবেন। জেলেরা ৬ হাজার করে টাকা পাবেন। চিকিৎসার জন্য ৫ লক্ষ করে টাকা দেওয়া হবে সবাইকে।

• দিদির এক মহিলা নেত্রী তফসিলি সম্প্রদায়ের মানুষদের ভিখারি বলছেন। এত বড় সাহস।

• কিছু দিন আগে ওখানেই সভায় দিদি মহিলাদের বলেছিলেন কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরতে। দিদির উস্কানিতেই এই ঘটনা ঘটেছে।

• কোচবিহারে যা ঘটেছে তা খুবই দুঃখজনক। কিন্তু মৃত্যু নিয়ে রাজনীতি ঠিক নয়। কেন্দ্রীয় বাহিনীকে সবাই ঘিরে ফেলেছিল। বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায়। গুলিতে ৪ জনের মৃত্যু হয়। ওই একই জায়গায় সকালে আনন্দ বর্মণ নামের এক বিজেপি কর্মীকে গুলি করে খুন করেছে দুষ্কৃতীরা। দিদি ৪ জনকে শ্রদ্ধা জানালেন। কিন্তু আনন্দর মৃত্যু নিয়ে কোনও মন্তব্য করলেন না। কারণ, আনন্দ রাজবংশী সম্প্রদায়ের যুবক।

• বাংলায় দিদির বিদায়ের সময় এসে গিয়েছে। ১০ বছর শাসন করেছেন দিদি। তাঁকে কি আর ছোট বিদায় দেওয়া যায়। বড় দিদির বিদায়ও বড় করে হবে। ২০০ আসন নিয়ে দিদিকে বিদায় দেব।

• সবাই পরিবর্তনের সঙ্কল্প নিন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন