Kamaleshwar Mukherjee

Bengal Polls: ভোট-রঙ্গে দ্বৈরথে কমলেশ্বর ও অনিকেত

ম্প্রতি কমলেশ্বরের করা মন্তব্যের প্রেক্ষিতে অনিকেত প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক ও চলচ্চিত্রবোধ নিয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২১ ০৭:৪৭
Share:

কমলেশ্বর এবং অনিকেত।

ভোটের শুরু থেকেই পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় এবং অনিকেত চট্টোপাধ্যায়ের ফেসবুক ওয়াল ভরে গিয়েছে রাজনৈতিক মতামতে। ‘নো ভোট টু বিজেপি= লুকিয়ে-চুরিয়ে তৃণমূল কিন্তু লোকসমাজে তা বলতে পারছেন না’— সম্প্রতি কমলেশ্বরের করা এই মন্তব্যের প্রেক্ষিতে অনিকেত প্রশ্ন তুলেছেন তাঁর রাজনৈতিক ও চলচ্চিত্রবোধ নিয়ে। ফেসবুকে অনিকেত লিখেছেন, ‘‘রাজনীতির বোধবুদ্ধি ওঁর নেই। কিন্তু অজ্ঞতা ঢাকতে নিদেনপক্ষে চুপ করে থাকতে হয়, সে বোধও নেই... ’’ কমলেশ্বরের ছবি নিয়ে তিনি লেখেন, ‘ওঁর ছবিতেও যে রাজনৈতিক কথাবার্তা আছে, তেমন নয়। বাংলা মদের বোতলের উপরে সাঁটা কাগজে নকশালরা বিপ্লবের ছক কষে পাঠাত, এমন হাস্যকর তথ্য পরিবেশন করা ছাড়া।’

Advertisement

রাজনৈতিক মতভেদ এমন ব্যক্তিগত আক্রমণের আকার নেওয়া প্রসঙ্গে অনিকেতকে প্রশ্ন করা হলে তাঁর জবাব, ‘‘কোথায় ব্যক্তিগত আক্রমণ? ছবিতে কিছু হাস্যকর বিষয় দেখিয়েছিলেন, সেটা নিয়ে বলেছি। রাজনীতি নিয়ে বলতে হলে ওঁকে বিশদে জানতে হবে। ওঁর মতো ভোটের আগে রাজনীতি আমি করি না। ‘টোকা চিত্রনাট্য’ বলতে আমি ওঁর কোনও ছবিকে বলিনি।’’ যদিও দিনকয়েক আগেই কমলেশ্বরের নতুন ছবি ‘অনুসন্ধান’-এর চিত্রনাট্য নিয়ে চুরির অভিযোগ উঠেছিল। অনিকেতের এই বক্তব্যকে ‘অগ্রজপ্রতিমের বকুনি’ হিসেবেই দেখছেন কমলেশ্বর। তবে ‘টোকা চিত্রনাট্য’র প্রসঙ্গকে আমল দিতে নারাজ তিনি। ‘‘সব কথায় গুরুত্ব দিই না। চিত্রনাট্যকার বা পরিচালক হিসেবে আমি যে ওঁর চেয়ে মহান, তা নিজেও মনে করি না। আমার লেখায় ভুল খুঁজে পেলে বকে দিতেই পারেন। ওঁর মনে হতে পারে, আমার রাজনৈতিক শিক্ষা কম। তবে আমার বিশ্বাস ও অভিজ্ঞতা থেকে কথাগুলো বলেছি। তার জন্য অনুতপ্ত নই।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন