TMC

WB Election 2021: বাড়তি আসন পাওয়ার আশায় কংগ্রেস

জেলা কংগ্রেস নেতৃত্ব ফের বাড়তি আসনের দাবিতে আশা না ছাড়ার কথা জানানোয়, জোটে নতুন করে জটের আশঙ্কা বাড়ছে।

Advertisement

অরিন্দম সাহা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০২১ ০৫:৫০
Share:

প্রতীকী ছবি।

সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। বামেদের প্রার্থীর প্রচারও শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেও বাড়তি আসনের দাবি নিয়ে আশা ছাড়ছে না কোচবিহার জেলা কংগ্রেস। দলীয় সূত্রে জানা গিয়েছে, এ বারের বিধানসভা ভোটে কোচবিহার জেলায় চারটি আসনের দাবি জানিয়ে প্রস্তাব পাঠায় জেলা কংগ্রেস। জেলা বাম নেতৃত্ব তা মানতে রাজি হয়নি। কংগ্রেসের জন্য দু’টি আসন ফাঁকা রেখে বাকি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামেরা। পরে আরও অন্তত একটি বাড়তি আসনের দাবি জানান হয় কংগ্রেসের তরফে। জেলা কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, তাঁরা জোটের পক্ষে। তবে আসন রফা নিয়ে প্রদেশের নেতাদের সিদ্ধান্ত চূড়ান্ত। তাই প্রদেশের বার্তা না মেলা পর্যন্ত বাড়তি আসনের দাবি নিয়ে আশা ছাড়তে চাইছেন না তারা।

Advertisement

কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি কেশব রায় বলেন, “এখনও পর্যন্ত জেলায় আমাদের জন্য দু’টি আসন ছাড়া হয়েছে। তবে বাড়তি আসনের দাবির ব্যাপারে রাজ্যস্তরে আলোচনা হচ্ছে। তাই এখনই আশা ছাড়ছি না।’’

কোচবিহার জেলায় মোট আসন সংখ্যা ন’টি। গত বিধানসভায় চারটিতে ফরওয়ার্ড ব্লক, তিনটিতে সিপিএম, দু’টি আসনে কংগ্রেস প্রার্থী দেয়। এ বার শুরুতে গতবারের লড়াই করা সিতাই, তুফানগঞ্জের পাশাপাশি কোচবিহার দক্ষিণ ও মেখলিগঞ্জ আসনের দাবি জানিয়ে প্রদেশে প্রস্তাব পাঠায় জেলা কংগ্রেস। জেলা বাম নেতৃত্ব অবশ্য তা মানতে আপত্তি জানান। গতবারের ফর্মূলা মেনে এ বারেও আসন রফার পক্ষে সওয়াল করে বামেরা। দলীয় সূত্রের খবর, সেসময় রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত মেনে চলার আলোচনাও হয়। তার মধ্যেই জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক ঋতুরাজ দাসের নেতৃত্বে কংগ্রেসের একদল কর্মী, সমর্থক কোচবিহার উত্তর, কোচবিহার দক্ষিণ বা নাটবাড়ির মতো অন্তত একটি বাড়তি আসনের দাবি জানিয়ে সরব হন। এমনকী, দাবি না মানলে ওই তিন আসনে নির্দল প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়। যার জেরে জোটে জটিলতা বাড়ে।

Advertisement

তবে, জেলা কংগ্রেস নেতৃত্ব ফের বাড়তি আসনের দাবিতে আশা না ছাড়ার কথা জানানোয়, জোটে নতুন করে জটের আশঙ্কা বাড়ছে। ফরওয়ার্ড ব্লকের জেলা সভাপতি দীপক সরকার বলেন, ‘‘রাজ্যস্তরে আলোচনার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তাই নতুন করে কিছু বলতে চাই না।” সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তমসের আলি বলেন, ‘‘মোর্চার রাজ্য নেতৃত্ব প্রার্থী ঘোষণা করেছে। অন্য কিছু ভাবছি না।’’

সিপিএম জেলা সম্পাদক অনন্ত রায় বলেন, ‘‘এটা জেলাস্তরের বিষয় নয়। রাজ্যস্তরে আলোচনা করেই সব ঠিক হবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement