West Bengal Assembly Election 2021

Bengal Polls: ‘নাগিনীর নিঃশ্বাসে বিষাক্ত সিঙ্গুর’, প্রচারে গিয়ে মন্তব্য সিপিএম নেতা হান্নানের

হান্নানের দাবি, ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদীর মত কৃষক-শ্রমিক বিরোধী, এত মিথ্যা ভাষণদার আর আসেননি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হুগলি শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ২০:৫৮
Share:

সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সঙ্গে হান্নান মোল্লা। নিজস্ব চিত্র।

সিঙ্গুরে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে প্রচারে নামলেন প্রাক্তন সাংসদ হান্নান মোল্লা। সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মঙ্গলবার একদা কৃষিজমি রক্ষা আন্দোলনের কেন্দ্র সিঙ্গুরে বাম প্রার্থীকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার সারেন।

Advertisement

হান্নান তার প্রচারে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে বলেন, ‘‘সিঙ্গুর হল উন্নয়নের কবরস্থান। তৃণমূলের ভূল নীতির জন্য সিঙ্গুরে না হয়েছে, শিল্প না হয়েছে কৃষি। এক নাগিনীর বিষাক্ত নিঃশ্বাসে এখানকার আবহাওয়া বিষাক্ত হয়ে গিয়েছে। সেই বিষাক্ত নিঃশ্বাস থেকে সিঙ্গুরকে মুক্ত করতে হবে। শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, মহিলা, দলিতদের স্বার্থ সুরক্ষিত করতে হবে। আমাদের লক্ষ্য সিঙ্গুরকে আবার জাগিয়ে তোলা। সেই লক্ষ্যেই প্রার্থী করা হয়েছে সৃজনের মত যুবকদের।’’

জোড়াফুলের পাশাপাশি পদ্ম-শিবিরকেও নিশানা করেন হান্নান। তিনি বলেন, ‘‘আরেকটি বিষাক্ত শক্তি হল বিজেপি। যারা মানুষে মানুষে বিভেদ তৈরি করে যে কোনও মূল্যে ক্ষমতা দখল করতে চায়। ভারতবর্ষের ইতিহাসে নরেন্দ্র মোদীর মত কৃষক-শ্রমিক বিরোধী এত মিথ্যা ভাষণদার আর আসেননি। সেই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আমাদের সহকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সত্য প্রচার করছেন।’’

Advertisement

বারুইপাড়া- পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ঘনশ্যামপুর বটতলা থেকে শুরু করে গোটা গ্রাম পঞ্চায়েত এলাকায় সারাদিন ধরে বাড়ি বাড়ি ঘুরে চলে প্রচার। প্রসঙ্গত, সিঙ্গুরে এ বার তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না। বিজেপি-র হয়ে লড়ছেন, এই কেন্দ্রের বিদায়ী তৃণমূল বিধায়ক তথা কৃষি জমি রক্ষা আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন