Jitendra Tiwari

Bengal Polls: ‘আমার করা কাজের উদ্বোধন করছেন মলয় ঘটক’ আক্রমণ জিতেন্দ্র তিওয়ারির

অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা ও জেলার মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি-র নেতারা সাধারণত এ ভাবেই ব্যক্তিগত আক্রমণ করেন।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

আসানসোল শেষ আপডেট: ২৩ মার্চ ২০২১ ১৬:১০
Share:

কর্মী সভায় জিতেন্দ্র তিওয়ারি। নিজস্ব চিত্র

তিনি মেয়র হিসাবে কাজ করেছেন। আর উদ্বোধন করছেন মলয় ঘটক। আসানসোল উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত কর্মী সম্মেলনে রাজ্যের মন্ত্রী তথা আসানসোল উত্তরে তৃণমূলের প্রার্থী মলয় ঘটককে এ ভাবেই তুলোধনা করলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। সোমবার রাতে ধাদকা রোডে আয়োজিত কর্মী সম্মেলনে জিতেন্দ্র বলেন, ‘‘ভোটের কয়েকদিন আগে থেকেই বারবার ফিতে কেটে উদ্বোধন করতে দেখা গিয়েছিল মলয় ঘটককে। ওই কাজগুলো মেয়র হিসেবে আমি করেছিলাম। ওঁর অন্যের কাজের বাহবা নিয়ে উদ্বোধন করতে খুব ভাল লাগে।’’

আসানসোল পুরসভা পরিচালনার বিষয়েও মলয়কে আক্রমণ করেন জিতেন্দ্র। তাঁর অভিযোগ, পুরসভা নিজের দখলে রাখতে নানারকম পন্থা অবলম্বন করছেন মলয়। তাঁর কথায়, ‘‘ওঁর এক সাধের ভাই আছে। অমরনাথ চট্টোপাধ্যায়কে প্রশাসনে বসিয়ে পিছনের দরজা দিয়ে সেই ভাইকে দিয়ে পুরসভা চালাতে গিয়েছিলেন মলয়। কিন্তু নির্বাচন কমিশন ওঁদের কান ধরে বের করে দিয়েছে।’’

জিতেন্দ্রর অভিযোগ, দীর্ঘদিন ধরে মলয়ের অত্যাচারে সকলে অতিষ্ঠ। ‘ঘটক পরিবার’-এর এই অত্যাচার থেকে বাঁচতে তিনি বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আবেদন করেন। বলেন, ‘‘জয় শ্রীরাম ধ্বনি দিয়ে ওই রাবণের ‘রাম নাম সত্য হ্যায়’ করতে হবে। আসানসোল থেকে ওই রাক্ষস, ওই অত্যাচারীকে তাড়াতে হবে।’’

Advertisement

জিতেন্দ্রর অভিযোগের পর মলয়কে ফোন করা হলে তিনি ফোন তোলেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জবাব দেননি মেসেজেরও। অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল নেতা ও জেলার মুখপাত্র তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘বিজেপি-র নেতারা সাধারণত এ ভাবেই ব্যক্তিগত আক্রমণ করেন। তবে জিতেন্দ্র তিওয়ারি কী বলেছেন, তা তিনি নিজের কানে শোননেনি। ভোট বাক্সে মানুষ এসব অভিযোগের জবাব দিয়ে দেবেন।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন