bjp candidate

Bengal Polls: তৃণমূলের বিরুদ্ধে গাড়ি ভাঙচুরের অভিযোগ নাটাবাড়ির বিজেপি প্রার্থী মিহিরের

গণনা চলাকালীনই গাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন মিহির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২১ ১৮:২১
Share:

গাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন মিহির।

গত বছর নভেম্বরে তৃণমূল থেকে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মিহির গোস্বামী। তার পর বিজেপি তাঁকে নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী করে। অষ্টম রাউন্ড গণনার শেষে ১৬ হাজার ৪২৩ ভোটে এগিয়েও রয়েছেন তিনি। গণনা চলাকালীনই গাড়ি ভাঙচুরের অভিযোগ তুললেন মিহির। তাঁর অভিযোগ, নির্বাচনী এজেন্টদের জন্য খাবার নিয়ে ফেরার সময় চিলাখানা এলাকায় তাঁর গাড়ির উপর হামলা চালায় তৃণমূলের দু্ষ্কৃতীরা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

Advertisement

গাড়িতে হামলা নিয়ে মিহির বলেছেন, ‘‘গণনাকেন্দ্রে থাকা আমাদের কর্মীদের জন্য খাবার আনতে গিয়েছিল আমার গাড়ি। চিলখানার কাছে জাতীয় সড়কের উপর তৃণমূলের দুষ্কৃতীরা পথ আটকায়। দু্ষ্কৃতীরা আমাকে খুঁজছিল। আমাকে না পেয়ে গাড়ি ভাঙচুর করেছে।’’

প্রসঙ্গত, ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কোচবিহার দক্ষিণ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন মিহির। ২০২০ সালের ২৭ নভেম্বর দিল্লিতে গিয়ে বিজেপি-তে যোদ দেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement