দশ মিনিটে পণ্য সরবরাহ, প্রতিশ্রুতি দিত একাধিক কুইক-কমার্স সংস্থা। পরিষেবার সঙ্গে যুক্ত গিগ কর্মীরা ঝুঁকি নিয়েই পড়িমড়ি দৌড়তেন। সম্প্রতি এ নিয়ে রাজ্যসভায় সরব হয়েছিলেন আপ নেতা রাঘব চড্ঢা। গত ডিসেম্বরে ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল গিগ কর্মীদের কয়েকটি সংগঠন। এ বিষয়ে হস্তক্ষেপ করেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। ফলে দশ মিনিটে পণ্য সরবরাহের প্রতিশ্রুতি থেকে সরে আসার সিদ্ধান্ত কয়েকটি সংস্থার।