West Bengal Assembly Election 2021

Bengal Polls: প্রচারে তোপ: সিঙ্গুরকে ঠকিয়েছেন দিদি, কৃষিও নেই, চাকরিও নেই: হরিপালে মোদী

দিদি পরাজয় স্বীকার করে নিন। বিজেপি টাকা ছড়াচ্ছে বলে বাংলাকে অপমান করেছেন দিদি। বাংলার মানুষ কি টাকা নিয়ে জনসভায় আসে? আপনারাই বলুন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

হরিপাল শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২১ ১৫:১৭
Share:

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজস্ব চিত্র।

তৃতীয় দফার ভোটের আগে বাংলায় ফের প্রচারে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুটি জনসভা রয়েছে তাঁর। প্রথম সভা ছিল হুগলির হরিপালে। দ্বিতীয় সভা রয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর দক্ষিণে।

Advertisement

হরিপালের জনসভায় কী বললেন মোদী।

• এ বার বিজেপি সরকার। আরও বেশি করে ভোট দিতে যান। আপনাদের এই উৎসাহকেই প্রণাম করতে আমি আসি।

Advertisement

• তারকেশ্বরে পুণ্যার্থীদের সুবিধার জন্য নতুন পরিকল্পনা করা হবে। হুগলি নদীর সংস্কারের জন্য ব্যবস্থা নেওয়া হবে।

• দিদি বলছেন ওঁনার সরকার সব প্রকল্প করেছে। কিন্তু সেই সঙ্গে কেন্দ্রের প্রকল্প যোগ হলে তো মানুষের আরও ভাল হত।

• কেন্দ্রের কোনও প্রকল্প বাংলায় বাস্তবায়িত হতে দেননি দিদি। বিজেপি সরকার ক্ষমতায় এলেই তাড়াতাড়ি সব সুবিধা বাংলার মানুষকে দেওয়া হবে। এখন থেকেই সেই প্রস্তুতি শুরু করে দিতে হবে।

• ১০ বছর বাংলার যে ক্ষতি হওয়ার হয়েছে। কিন্তু এ বার সুযোগ এসেছে বাংলার মানুষের সেবা করার।

• বাংলায় যখন নতুন বিজেপি সরকার আসবে সেই সরকারের শপথ অনুষ্ঠানে আসব। কৃষকদের উন্নতির জন্য এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন।

• সিঙ্গুরকে ঠকিয়েছেন দিদি, কৃষিও নেই, চাকরিও নেই। রাজনীতি করে নিয়ে সিঙ্গুরের মানুষের দিকে ফিরেও তাকাননি। মাঝপথে ফেলে চলে গেছেন। ১০ বছর চাকরি নেই, শিল্প নেই। সিঙ্গুরের শিক্ষিত যুবক, কৃষকরা আজ অসহায়।

• বিজেপি টাকা ছড়াচ্ছে বলে বাংলাকে অপমান করেছেন দিদি। বাংলার মানুষ কি টাকা নিয়ে জনসভায় আসে? আপনারাই বলুন। এতক্ষণ ধরে আপনারা অপেক্ষা করছেন। আপনারা কি টাকা নিয়ে এসেছেন?

• দিদি পরাজয় স্বীকার করে নিন।

• গণতন্ত্র খেলা নয়, গণতন্ত্র মানুষের উন্নয়নের পথ।

• ২ মে কী হবে তা কিছুদিন আগেই নন্দীগ্রাম দেখিয়ে দিয়েছে।

• আসল পরিবর্তনই বাংলার মানুষের লক্ষ্য। প্রথম দু’দফাতেই মানুষ বুঝিয়ে দিয়েছে বিজেপি বিপুল জনমত নিয়ে ক্ষমতায় আসবে।

• বোল ব্যোম তারক ব্যোম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন