Mamata Banerjee

Bengal Polls: ধূপগুড়িতে যুবককে ছুরির কোপ, তৃণমূলের অভিযোগ বিজেপি-র বিরুদ্ধে, অভিযোগ অস্বীকার পদ্মের

অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। আক্রান্ত ধূপগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ধূপগুড়ি শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২১ ১১:৪০
Share:

নিজস্ব চিত্র

পঞ্চম দফার ভোটে অশান্তি ছড়াল ধূপগুড়িতে। শনিবার জলপাইগুড়ি জেলার ৭টি আসনে ভোট গ্রহণ চলছে। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ আসন ধূপগুড়ি। আর সেখানেই ভোট দিয়ে ফেরার পথে দুষ্কৃতীদের হামলায় আহত হলেন এক যুবক। অভিযোগ, হামলা চালিয়েছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। পদ্ম শিবির যদিও এই অভিযোগ অস্বীকার করেছে। আক্রান্ত ধূপগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

Advertisement

আক্রান্ত অজয় বর্মণ নামে ওই যুবক জানিয়েছেন, তিনি ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় আচমকাই দু’জন যুবক তাঁর উপর ছুরি নিয়ে হামলা চালায়। তৃণমূলকে ভোট দেওয়ার ‘অপরাধ’-এই হামলা করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। অজয়ের পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। তৃণমূলের জেলা সম্পাদক রাজেশকুমার সিংহ বলেছেন, ‘‘অজয় বিজেপি-কে ভোট দিতে চাননি বলেই তাঁর উপর হামলা চালানো হয়েছে। হাতে গুরুতর আঘাত লেগেছে। বিজেপি এখানে নির্বাচনে হারবে জেনেই এখন অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। তবে অশান্তি করবে লাভ হবে না, বিজেপি এখানে হারবেই।’’

যদিও ঘটনায় যোগ থাকার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি-র স্থানীয় নেতা চন্দন দত্ত বলেন, ‘‘এই ঘটনার সঙ্গে বিজেপি কোনওভাবেই যুক্ত নয়। পুরোটাই সাজানো। মিথ্যে কথা বলে প্রচারের আলোয় আসার চেষ্টা করছে তৃণমূল।’’

Advertisement

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন