BJP

Bengal Polls: নদিয়ায় খুন, হুগলিতে বিজেপি কর্মীকে গুলি করার অভিযোগ, অস্বীকার তৃণমূলের

সোমবার রাত ৯টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বিশ্বজিতের উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কল্যাণী শেষ আপডেট: ১৭ মার্চ ২০২১ ০৫:২৩
Share:

মৃত ২ বিজেপি কর্মী। —নিজস্ব চিত্র।

তৃণমূলের সভাস্থলেই কাছেই বিজেপি কর্মীকে খুনের অভিযোগ নদিয়ার হুগোলবাড়িয়া এলাকায়। ওই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। হুগলির চাঁপদানিতে এক বিজেপি কর্মীকে লক্ষ্য করে গুলি করার অভিযোগও উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। দু’টি ক্ষেত্রেই অভিযোগ অস্বীকার করেছে জোড়াফুল শিবির।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার করিমপুরের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস ছিলেন বিজেপি কর্মী। অভিযোগ, সোমবার রাত ৯টা নাগাদ বাজার থেকে বাড়ি ফেরার পথে বিশ্বজিতের উপর হামলা চালায় এক দল দুষ্কৃতী। তাঁকে হকি স্টিক দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। তার জেরে মারাত্মক ভাবে জখম হন বিশ্বজিৎ। আশপাশের বাসিন্দারা তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিমন্তু বিশ্বজিৎকে বাঁচানো যায়নি। এ নিয়ে তৃণণূলের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি।

নদিয়ার তৃণমূলের মুখপাত্র দেবাশিস রায় অবশ্য দাবি করেন, ‘‘বিজেপি-র অন্তর্দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। আমাদের দলের কোনও কর্মী এর মধ্যে জড়িত নন।’’

Advertisement

মঙ্গলবার রাতে হুগলির চাঁপদানিতে গুলিবিদ্ধ হন প্রশান্ত রায় নামে এক বিজেপি কর্মী। তাঁর ডান হাতে গুলি লেগেছে। তিনি জখম অবস্থায় চন্দননগর হাসপাতালে ভর্তি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রশান্ত বাড়ি ফেরার সময় তাঁর বাড়ির সামনেই দুষ্কৃতীরা হামলা চালায়। বিজেপি-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, কিছু দিন আগে চাঁপদানি পুরসভার দুর্নীতি নিয়ে আদালতে মামলা করেছিল প্রশান্ত। সে কারণেই তাঁর উপর হামলা হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের অবশ্য দাবি, ব্যক্তিগত আক্রোশে এই ঘটনা ঘটেছে। সোমবার রাতে রিষড়ায় যুবককে গুলি করে খুনের পর, চাঁপদানির ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন