Mamata Banerjee

WB Election Result: নীলবাড়ি কার দখলে, কোথায় এগিয়ে কে, প্রতি মুহূর্তের আপডেট আনন্দবাজার ডিজিটালে

১৭ থেকে ৩০ রাউন্ড করে গণনা হচ্ছে। তাতে চূড়ান্ত ফলাফল হাতে পেতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ মে ২০২১ ০৯:৫৬
Share:
Advertisement

ভোট হয়েছে আট দফায়। গণনা শেষ হতে লেগে যেতে পারে গোটা দিন। রবিবার সকাল ৮টা থেকে ভোটগণনা শুরু হয়েছে। প্রথমে পোস্টাল ব্যালট গোনা হয়। তার পর খোলা হয় ইভিএম। তবে ছোট কেন্দ্রগুলিতেও কমপক্ষে ১৭ রাউন্ড গণনা হবে বলে জানা গিয়েছে কমিশন সূত্রে। সর্বোচ্চ ৩০ রাউন্ড পর্যন্ত গণনা হবে। তাতে চূড়ান্ত ফলাফল পেতে সন্ধ্যা গড়িয়ে যেতে পারে।

Advertisement

রবিবার সকালে ১০৮টি গণনাকেন্দ্রে ভোটগণনা শুরু হয়েছে। কোভিড পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে সেখানে। কমিশনের অনুমতি ছাড়া প্রার্থীদেরও ঢোকার অনুমতি নেই গণনাকেন্দ্রে। তার মধ্যেও প্রতি মুহূর্তে কলকাতা-সহ জেলার কোন আসনে কে এগিয়ে, সেই তথ্য তুলে ধরছে আনন্দবাজার ডিজিটাল। চূড়ান্ত ফলাফল হাতে না আসা পর্যন্ত চোখ থাকুক আনন্দবাজার ডিজিটালে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement