মুখ্যমন্ত্রীকে ‘অকারণে’ শোকজ কেন? কমিশনে তৃণমূলের বিদ্বজ্জনরা

নির্বাচন কমিশনে এ বার পাল্টা বিদ্বৎ সমাবেশ। কমিশনের ফুল বেঞ্চ যে দিন কলকাতায় এল, সে দিন বিদ্বজ্জনরা দেখা করেন নসীম জৈদীর সঙ্গে। তুমুল নির্বাচনী সন্ত্রাস এবং ভোটের নামে প্রহসনের অভিযোগ তোলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৬ ১৬:৪৬
Share:

নির্বাচন কমিশনে তৃণমূলের বিদ্বজ্জনরা। —নিজস্ব চিত্র।

নির্বাচন কমিশনে এ বার পাল্টা বিদ্বৎ সমাবেশ।

Advertisement

কমিশনের ফুল বেঞ্চ যে দিন কলকাতায় এল, সে দিন বিদ্বজ্জনরা দেখা করেন নসীম জৈদীর সঙ্গে। তুমুল নির্বাচনী সন্ত্রাস এবং ভোটের নামে প্রহসনের অভিযোগ তোলেন। শনিবার তারই পাল্টা বিদ্বজ্জন সমাবেশ করা হল কমিশনে। করলেন তৃণমূলপন্থী বিদ্বজ্জনরা। সমাবেশে উপস্থিত ছিলেন প্রতুল মুখোপাধ্যায়, সুবোধ সরকার থেকে অভিরূপ সরকার এবং নৃসিংহপ্রসাদ ভাদুড়ি-র মতো বিদ্বজ্জনরা। এ দিন ভোট প্রশ্নে কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলেছেন তাঁরা। প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ‘অকারণে শোকজের মতো পদক্ষেপ’ নিয়েও।

আরও খবর: নাম করে জৈদীকে আক্রমণে তৃণমূল

Advertisement

তাঁদের মতে, এখনও পর্যন্ত যা কিছু হয়েছে তা কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা মাত্র। অর্থনীতিবিদ অভিরূপ সরকার বলেন, ‘‘স্কুলের খেলাধুলাতেও এমন গোলমাল হামেশাই হয়। কোথাও কোনও সন্ত্রাস নেই। ভোট নির্বিঘ্নে হয়েছে।’’ তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীকে শোকজ কেন করা হল তা নিয়ে কমিশনের কাছে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

তৃণমূলের বিদ্বজ্জনদের এই ক্ষোভ নিয়ে কী বলছেন বাকিরা? সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক গঙ্গোপাধ্যায় ‘তৃণমূলের কাছে সন্ত্রাসের সংজ্ঞাটাই আলাদা’ বলে মন্তব্য করেছেন। সব কিছু দেখে অভিনেতা কৌশিক সেনের মত, ‘‘এই বুদ্ধিজীবীদের কথায় আর বিশ্বাসযোগ্যতা নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন