Kolkata Police

দীর্ঘ চার বছর পর বিচার পেলেন মানসিক প্রতিবন্ধী যুবতী, অভিযুক্তকে ৭ বছরের কারাদণ্ড

অভিযোগ, ২০২১ সালে মানসিক প্রতিবন্ধী যুবতীকে নির্মমভাবে নির্যাতন করেন এক ব্যক্তি। ঘটনাটি জানার পর যুবতীর পরিবার সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেন মহিলা সিঁথি থানার সাব ইনস্পেক্টর জয়া তাহ।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ০১:৫৮
Share:

—প্রতীকী চিত্র।

অবশেষে চার বছর পর বিচার পেলেন এক মানসিক প্রতিবন্ধী যুবতী। ২০২১ সালে তাঁকে নির্মমভাবে নির্যাতনের করা হয় বলে অভিযোগ ওঠে। সিঁথি থানায় লিখিত অভিযোগের ভিত্তি চলে তদন্ত। এর পরে মামলাটি শিয়ালদহ আদালতে (ফাস্ট ট্র্যাক কোর্ট-২) ওঠে। দীর্ঘ বিচারপ্রক্রিয়ার পর শুক্রবার অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬(২)(১) অনুসারে দোষী সাব্যস্ত করেছেন শিয়ালদহ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক। এই মামলার তদন্ত করেন সিঁথি থানার মহিলা সাব ইনস্পেক্টর (এসআই) জয়া তাহ।

Advertisement

অভিযোগ, ২০২১ সালে মানসিক প্রতিবন্ধী যুবতীকে নির্মমভাবে নির্যাতন করেন এক ব্যক্তি। ঘটনাটি জানার পর যুবতীর পরিবার সিঁথি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্ত শুরু করেন মহিলা সিঁথি থানার সাব ইনস্পেক্টর জয়া তাহ। দীর্ঘ চার বছর শিয়ালদহের অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে ওই মামলাটি চলে। শুক্রবার বিচারক অভিযুক্ত বলাই কর্মকারকে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৭৬(২)(i) অনুসারে দোষী সাব্যস্ত করেন। বিচারক তাকে সাত বছরের জন্য সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। জরিমানার টাকা অনাদায়ে অতিরিক্ত ১০ মাস সাধারণ কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, নির্যাতিতার জন্য ১ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেয় আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement