ATMA Recruitment 2026

এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সিতে কর্মী প্রয়োজন, কর্মস্থল ঝাড়গ্রাম

ব্লক টেকনোলজি ম্যানেজার পদে চারজন নিয়োগ হবেন। ৩০ হাজার টাকা করে মিলবে মাসে। এগ্রিকালচার বিষয়ে স্নাতকোত্তর হওয়া চাই। অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে নিয়োগ হবেন আটজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৭:৩৭
Share:

প্রতীকী ছবি।

ঝাড়গ্রাম জেলার এগ্রিকালচারাল টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সিতে কর্মখালি। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

Advertisement

ব্লক টেকনোলজি ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার, কম্পিউটার প্রোগ্রামার এবং অ্যাকাউন্ট কাম ক্লার্ক পদে নিয়োগ করা হবে কর্মী। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে। ব্লক টেকনোলজি ম্যানেজার পদে চারজনকে নিয়োগ করা হবে। বেতন হিসাবে প্রতি মাসে ৩০ হাজার টাকা পাওয়া যাবে। প্রার্থীকে এগ্রিকালচার বিষয়ে স্নাতকোত্তর হতে হবে।

অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার পদে নিয়োগ করা হবে ৮জনকে। বেতন হবে ২৫ হাজার টাকা প্রতি মাসে। এ ছাড়া, একজন কম্পিউটার প্রোগ্রামারও নিয়োগ করা হবে। তাঁকেও ২৫ হাজার টাকাই বেতন দেওয়া হবে। একজন অ্যাকাউন্ট কাম ক্লার্ক নিয়োগ হবে। তাঁর বেতন হবে মাসে ৩০ হাজার টাকা। সব ক’টি পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

প্রার্থীকে প্রথমে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘নোটিশ’ এবং ‘রিক্রুটমেন্ট’-এ যাওয়া দরকার। সেখান থেকে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা ঠিকানায় আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। ১৬ জানুয়ারি আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement