প্রতীকী ছবি।
আলিপুরদুয়ার প্রশাসনিক বিভাগ একাধিক পদে চাকরির সুযোগ দিচ্ছে। এই মর্মে জেলার প্রশাসনিক ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ‘অফিস অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেল্থ, আলিপুরদুয়ার’-এর তরফে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।
মেডিক্যাল অফিসার এবং স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। একাধিক বিভাগে নিয়োগ হবে। প্রতিটি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে কর্মীদের। মোট শূন্যপদ ছ’টি। মেডিক্যাল অফিসার পদে ৬০ হাজার টাকা মাসিক বেতন হতে চলেছে। স্পেশ্যালিস্ট মেডিক্যাল অফিসারেরা পাবেন তিন হাজার টাকা প্রতি দিন অনুযায়ী। আবেদনের জন্য পদ অনুযায়ী প্রার্থীদের বয়স ৬৭ বছরের মধ্যে থাকতে হবে। উভয় পদে আবেদনের জন্য স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি, ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের অধীনে নাম নথিভুক্ত থাকা দরকার। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ২৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে প্রার্থীদের পৌঁছে যেতে হবে বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়। তবে, তার আগে আবেদনপত্র ডাউনলোড করা দরকার। এ জন্য প্রথমে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘রিক্রুটমেন্ট’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখান থেকে আবেদনপত্র ডাউনলোড করা যাবে। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্র এবং প্রয়োজনীয় সঙ্গে রাখা দরকার।
এই বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক ওয়েবসাইটটি (https://alipurduar.gov.in/) দেখতে পারেন।