AAI Recruitment 2025

রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরামর্শদাতা পদে কর্মখালি, বেতন ১ লক্ষেরও বেশি

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় সিনিয়র কনসালট্যান্ট পদে ১০ জনকে নিয়োগ করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১৩:১৯
Share:

এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। ছবি: সংগৃহীত।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় কর্মখালি। রাষ্ট্রায়ত্ত সংস্থায় পরামর্শদাতা তথা সিনিয়র কনসালট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট কাজের জন্য মোট ১০ জন অভিজ্ঞ ব্যক্তি প্রয়োজন।

Advertisement

সংস্থার প্ল্যানিং বিভাগে যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে, তাঁদের সিভিল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কিংবা বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা থাকা আবশ্যক। এ ক্ষেত্রে মনিটরিং, এগজ়িকিউশন, প্ল্যানিং বিভাগে অন্তত ৮-১০ বছর কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

একই সঙ্গে ওই সংস্থার অপারেশনস বিভাগের পরামর্শদাতা হিসাবে রাশিবিজ্ঞান, অর্থনীতি কিংবা অপারেশনস রিসার্চের মধ্যে যে কোনও একটি বিষয়ে স্নাতক হয়েছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। এ ক্ষেত্রে তাঁদেরও ৮-১০ বছর ডেটা অ্যানালিসিস সংক্রান্ত বিষয় নিয়ে কাজের অভিজ্ঞতা থাকা দরকার।

Advertisement

উভয় ক্ষেত্রে নিযুক্তের বয়স ৪৫ বছরের মধ্যে হতে হবে। তাঁদের প্রতি মাসে ১ লক্ষ ৫০ হাজার টাকা বেতন হিসাবে বরাদ্দ করা হয়েছে। অনলাইনে আগ্রহীরা ১ অগস্ট পর্যন্ত আবেদন জমা দিতে পারবেন। এই বিষয়ে আরও তথ্যের জন্য এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার ওয়েবসাইট (aai.aero) থেকে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement