WB Health Recruitment 2025

রাজ্য সরকারি মেডিক্যাল কলেজে কর্মখালি, প্রার্থীদের যোগ্যতা যাচাই কী ভাবে?

হাওড়ার যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মী প্রয়োজন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১১:৪৫
Share:

যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, হাওড়া। ছবি: সংগৃহীত।

রাজ্য সরকারি প্রতিষ্ঠানে কর্মখালি। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, হাওড়ার যোগাশ্রী যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথি গর্ভনমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মেডিক্যাল অফিসার পদে কর্মী প্রয়োজন। ওই পদে এক জনকে নিয়োগ করা হবে।

Advertisement

ওই পদে নিযুক্ত ব্যক্তিকে ন্যাচারোপ্যাথি অ্যান্ড যোগিক সায়েন্সে স্নাতক হতে হবে। তবে, তাঁর নাম ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর যোগা অ্যান্ড ন্যাচারোপ্যাথিতে নথিভুক্ত থাকা প্রয়োজন। এ ছাড়াও পদপ্রার্থীদের পূর্বে ওই পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলায় সাবলীল হওয়া আবশ্যক।

অনূর্ধ্ব ৫০ বছর বয়সিরা উল্লিখিত পদে কাজের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৪৫ হাজার টাকা বেতনক্রমে মাসিক সাম্মানিক বরাদ্দ করা হয়েছে। মোট এক বছরের চুক্তিতে ওই পদে কাজ করতে হবে।

Advertisement

২৪ জুন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের অভিজ্ঞতা এবং মেধা যাচাই করে সরাসরি নিয়োগ করা হবে। এ জন্য তাঁদের ডাকযোগে আবেদন জমা দিতে হবে। এই সংক্রান্ত বিশদ তথ্যের জন্য পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন। আবেদন গ্রহণ করা হবে ১৬ জুন পর্যন্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement