RBU Recruitment 2025

পুরুলিয়ার পটচিত্রের ভূমিকা-সহ একাধিক বিষয়ে গবেষণা, গবেষক প্রয়োজন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে

নিযুক্তদের প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৮ হাজার টাকা দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের বহাল রাখা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ মে ২০২৫ ১১:২১
Share:

পুরুলিয়ার সংস্কৃতিতে পটচিত্রের ভূমিকা নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ চলছে। প্রতীকী চিত্র।

পুরুলিয়ার সাহিত্য, সমাজ এবং সংস্কৃতিতে পটচিত্রের ভূমিকা-সহ একাধিক বিষয় নিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গবেষণার কাজ চলছে। সেই কাজের জন্য গবেষক প্রয়োজন। মোট শূন্যপদ ন’টি।

Advertisement

বাংলার পাশাপাশি ইংরেজি, অর্থনীতি, সংস্কৃত, বৈদিক স্টাডিজ়, হিন্দি এবং নাটক (ড্রামা) বিভাগের মোট ন’টি গবেষণা প্রকল্পের জন্য রিসার্চ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। আগ্রহীদের বাংলা, ইংরেজি, অর্থনীতি, সংস্কৃত, মিউজ়িয়োলজি, হিন্দি এবং নাটক বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন হওয়া প্রয়োজন।

তবে নাটক বিভাগের প্রকল্পে কাজের জন্য উল্লিখিত বিষয়ে পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত ব্যক্তিকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়াও তাঁদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট)-এর মধ্যে যে কোনও একটিতে উত্তীর্ণ হওয়া আবশ্যক।

Advertisement

নিযুক্তদের জন্য প্রতি মাসে সাম্মানিক হিসাবে ৮ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁদের ছ’মাসের চুক্তিতে উল্লিখিত কাজে বহাল রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগ্রহীদের অনলাইনে ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে ডাকযোগে সমস্ত আনুষঙ্গিক নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ৫ জুন ২০২৫। এই বিষয়ে আরও তথ্যের জন্য মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement