ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), দিল্লি। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সরকার অধীনস্থ শিক্ষা প্রতিষ্ঠানে কর্মী নিয়োগ করা হবে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) দিল্লির তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিয়োগ সম্পর্কে বিশদ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি গবেষণা প্রকল্পের জন্য কর্মী প্রয়োজন। শূন্যপদ একটি।
সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে ওই প্রকল্পে কাজ করতে হবে। ওই পদে মেকানিক্যাল, অটোমোবাইল, এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করেছেন, এমন ব্যক্তিকে নিয়োগ করা হবে। তাঁর ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট (গেট) উত্তীর্ণ হওয়া আবশ্যক।
নিযুক্ত অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (সাবেক এসইআরবি)-র অর্থপুষ্ট গবেষণা প্রকল্পের অধীনে কাজ করতে হবে। ওই প্রকল্পের নাম— ‘অ্যানালিসিস অফ স্প্রে-ওয়াল ইন্টার্যাকশন ফর গ্যাসোলিন ডিরেক্ট ইনজেকশন সিস্টেমস উইথ গ্যাসোলিন অ্যান্ড ইথানল ফুয়েলস’। কাজের মেয়াদ ২৬ জুন, ২০২৭ পর্যন্ত।
প্রতিষ্ঠানের তরফে আরও জানানো হয়েছে, এই পদে নিযুক্ত ব্যক্তিকে প্রতি মাসে ৪২ হাজার টাকা সাম্মানিক হিসাবে দেওয়া হবে। সংশ্লিষ্ট বিভাগে কাজ করতে আগ্রহীদের জীবনপঞ্জি, শংসাপত্র এবং অন্যান্য নথি ইমেল মারফত পাঠাতে বলা হয়েছে। আবেদনকারীদের সঙ্গে ইন্টারভিউয়ের জন্য প্রতিষ্ঠানের তরফে যোগাযোগ করে নেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ৭ মার্চ। সংশ্লিষ্ট বিষয়ে বিশদ জানতে প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে পারেন।