— প্রতিনিধিত্বমূলক চিত্র।
জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগে কর্মখালি। ওই বিভাগের অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে কর্মী নিয়োগ করা হবে। শূন্যপদ তিনটি।
রাজ্য সরকারের অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের তরফে জানানো হয়েছে, অ্যাডিশনাল ইনস্পেক্টর পদে নিযুক্তদের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁদের জন্য প্রতি মাসে ৩৭,৬০০ টাকা বেতন বরাদ্দ করা হয়েছে।
সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে উল্লিখিত পদে কর্মী নিয়োগ করা হবে। তাঁদের ইন্টারভিউ ৩০ অক্টোবর জলপাইগুড়ির অনগ্রসর শ্রেণি ও আদিবাসী কল্যাণ বিভাগের দফতরে হতে চলেছে।
উল্লিখিত পদে রাজ্য সরকারের অধীনে ইনস্পেক্টর, এক্সটেনশন ইনস্পেক্টর, হেড ক্লার্ক পদে যাঁরা কাজ করেছেন এবং বর্তমানে অবসর নিয়েছেন, এমন ব্যক্তিরা ইন্টারভিউয়ে যোগদান করতে পারবেন।