বামার লরি অ্যান্ড কোম্পানি লিমিটেড। ছবি: সংগৃহীত।
রাষ্ট্রায়ত্ত সংস্থা বামার লরিতে কাজের সুযোগ। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কাজ শেখার পাশাপাশি প্রশিক্ষণের সুযোগ দিচ্ছে এই প্রতিষ্ঠান।
সুপারভাইজ়রি ট্রেনি পদে নিয়োগ করা হবে। কলকাতা-সহ দেশের আরও শহরে মোট ৩২ জনকে নিয়োগ করা হবে। প্রতি মাসে স্টাইপেন্ড মিলবে ২৩ হাজার টাকা থেকে ২৬ হাজার টাকার মধ্যে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। বিটেক, এমটেক ডিগ্রি থাকলে আবেদন করা যাবে না। প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষে পড়ছেন এমন পড়ুয়ারাও আবেদন করতে পারবেন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।
আবেদন করবেন কী ভাবে?
প্রথমে বামার লরি-র ওয়েবসাইটে যেতে হবে। ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদনপত্র এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। অনলাইনেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২২ জুলাই। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে বামার লরির ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিটি দেখুন।