Bank of India Recruitment 2025

ব্যাঙ্ক অফ বরোদা-য় ৮২ জন কর্মী প্রয়োজন, কোন কোন পদে আবেদন জানানো যাবে অনলাইনে?

ব্যাঙ্ক নির্ধারিত নিয়ম মেনে প্রতি পদে নিযুক্তদের বেতন স্থির করা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ২০:০৫
Share:

ব্যাঙ্ক অফ বরোদা। ছবি: সংগৃহীত।

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করা হবে রাষ্ট্রায়ত্ত সংস্থা ব্যাঙ্ক অফ বরোদা। ব্যাঙ্কের রিসিভেবেল ম্যানেজমেন্ট বিভাগে নানা পদে কর্মী প্রয়োজন। মঙ্গলবার ব্যাঙ্কের তরফে এমনটা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানানো হয়েছে, নিযুক্তদের দেশের বিভিন্ন অঞ্চলে পোস্টিং দেওয়া হবে। এ জন্য বুধবার থেকেই শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া।

Advertisement

ব্যাঙ্কে নিয়োগ হবে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-জ়োনাল রিসিভেবেলস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-রিজিওনাল রিসিভেবেলস ম্যানেজার, এরিয়া রিসিভেবেলস ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-কমপ্লায়েন্স ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট-কমপ্লেন্ট ম্যানেজার, প্রসেস ম্যানেজার, ভেন্ডার ম্যানেজার এবং ফ্লোর ম্যানেজার পদে। মোট শূন্যপদের সংখ্যা ৮২। নিযুক্তদের পাঁচ বছরের চুক্তিতে ব্যাঙ্কে কাজ করতে হবে। ব্যাঙ্কের নির্ধারিত নিয়ম মেনে প্রতি পদে নিযুক্তদের বেতন স্থির করা হবে।

বিভিন্ন পদে আবেদনকারীদের জন্য পৃথক বয়সসীমা স্থির করা হয়েছে। কিছু পদে আবেদন জানাতে পারবেন ২৫ থেকে ৩৮ বছর বয়সিরা। আবার কিছু পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স ৩৫ থেকে ৫২ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের জন্য রয়েছে ছাড়।

Advertisement

প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা এবং পেশাগত অভিজ্ঞতার পৃথক মানদণ্ড রয়েছে, যা মূল বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।

আগ্রহীদের এ জন্য ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে। সংরক্ষিত এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্যের পরিমাণ যথাক্রমে ১৭৫ এবং ৮৫০ টাকা। আগামী ৯ ডিসেম্বর আবেদনের শেষ দিন। এর পর ইন্টারভিউয়ের মাধ্যমে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement