viral video

রাস্তায় সব্জি বিক্রি করছিলেন মহিলা, আবির মেখে জড়িয়ে ধরলেন পুত্র! জীবন পাল্টে দেওয়া খবরে কান্নায় ভিজল চোখ

রাস্তার ধারে সব্জি বিক্রি করার সময় এক তরুণ ছুটে এসে এক মহিলার পায়ে লুটিয়ে পড়ে নমস্কার করেন। তরুণের কথা শুনে আবেগে বিহ্বল হয়ে পড়েন সব্জিবিক্রেতা মহিলা। সেই ঘটনাই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১২:১৮
Share:

ছবি: সংগৃহীত।

রাস্তার ধারে অস্থায়ী দোকানে সব্জি বিক্রি করছিলেন এক মহিলা। আপাদমস্তক আবির মেখে এক তরুণ ছুটে এসে সেই মহিলার পায়ে পড়ে যায়। শাড়ি পরা মধ্যবয়স্কা মহিলা তরুণের কাছ থেকে কিছু কথা শোনার পর বুকে জড়িয়ে ধরেন। পাশ থেকে কেউ এক জন এসে দু’জনের মাথাতেই আবিরের ঠোঙা উপুড় করে দেন। সমাজমাধ্যমে এই আবেগঘন দৃশ্যটিরই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সিন্ধুদুর্গ জেলায়। মা ও ছেলের আবেগঘন মুহূর্তের সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। আবিরে রাঙানো তরুণ তাঁর মায়ের পায়ে পড়ে তাঁকে জড়িয়ে ধরেন। কারণ সদ্যই তিনি একটি দারুণ সুখবর পেয়েছেন। তরুণ কেন্দ্রীয় রিজ়ার্ভ পুলিশবাহিনীতে (সিআরপিএফ) যোগদানের কথা জানানোর পর মাকে জড়িয়ে ধরেন। বাড়িতে বা আলাদা কোনও জায়গায় আনন্দ উদ্‌যাপনের জন্য অপেক্ষা করেননি তরুণ। ওই তরুণের নাম গোপাল সাওয়ান্ত। রাস্তার পাশের ফুটপাতে যেখানে তাঁর মা পরিবারকে সাহায্য করার জন্য সব্জি বিক্রি করেন সেখানেই প্রথম সুখবরটি শোনান। যেখানে তাঁর মা বছরের পর বছর ধরে পরিবার এবং তাঁর স্বপ্ন পূরণের জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন। ছেলের স্বপ্নপূরণের খবর শোনার পর মায়ের চোখ অশ্রুসজল হয়ে ওঠে। ক্যামেরার সামনে তাঁকে বলতে শোনা যায়, ‘‘আমি শুধু চেয়েছিলাম ও নিজের পায়ে দাঁড়াক।’’

‘ভিলাস ডট কুডালকার’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি ১ কোটি ২০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। সমাজমাধ্যম জুড়ে দর্শকের মনে দাগ কেটেছে ভিডিয়োটি। নেটমাধ্যম ব্যবহারকারীরা মন্তব্য বিভাগে প্রশংসা এবং ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘সত্যিই, আজ, সেই মা তাঁর কঠোর পরিশ্রমের ফল পেয়েছেন। তিনি খুব ভাগ্যবান যে এমন একটি ছেলে পেয়েছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement