ছবি: সংগৃহীত।
জঙ্গলের রাজত্বে উলটপুরাণ। মাটিতে শিকার করা শিকারি সটান উঠে পড়ল গাছের উপরে। রণথম্ভৌর জাতীয় উদ্যানে দেখা গেল বিরল এক দৃশ্য। বড়সড় পূর্ণবয়স্ক এক বাঘকে গাছের উপর চড়ে বসে থাকতে দেখা গেল। দিব্যি গাছের উপর বসে রোদ পোহাতেও লাগল সেই বাঘ। সেই ভিডিয়োটি অনলাইনে ছড়িয়ে পড়তেই নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি কৃত্রিম মেধা দিয়ে তৈরি কি না তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, একটি বাঘ শান্ত ভাবে গাছের উপর উঠে বসে আছে। ধীরে ধীরে সাবধানে সেই উঁচু গাছটির উপরে নড়াচড়া করছে। ঠিক যেন গাছের উপর থেকে নীচের দিকে নজরদারি চালাচ্ছে বন্যপ্রাণীটি। ভিডিয়োটি ক্যামেরাবন্দি করেছেন বন্যপ্রাণী আলোকচিত্রী ফয়েজ় উল ইসলাম। তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, একটি অবিশ্বাস্য ও বিরল দৃশ্য। বিরল এই জন্যই যে সাধারণত বাঘ গাছে উঠতে অভ্যস্ত নয়। ইসলাম আরও ব্যাখ্যা করেছেন কেন এই দৃশ্যটি আলাদা। তিনি লিখেছেন, বাঘ খুব কমই গাছে ওঠে। কারণ তাদের শরীর ভারী। লম্বা নখ এবং বড় আকারের কারণে গাছে ওঠা তাদের পক্ষে কঠিন। দেহের গড়ন ও দৈহিক শক্তি, দৌড়াদৌড়ি এবং মাটিতে শিকারের জন্য তৈরি। বাঘ চিতাবাঘের মতো চটপটে নয়।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের পোস্ট করার পর বহু বার সেটি দেখেছেন নেটমাধ্যম ব্যবহারকারীরা। বাঘের এই কাণ্ড দেখে মজার মজার প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। এক জন লিখেছেন, ‘‘৪ থেকে ৬ ফুট লম্বা একটি গাছে চড়া সহজ। তাই বাঘ এটিকে তার নতুন বাড়ি ভেবে নিয়েছে। নতুন ঠিকানা বাঘটিকে আশপাশের বনের দৃশ্য এবং সম্ভাব্য শিকারকে খুঁজে বার করতে সাহায্য করবে।’’ তবে কিছু দর্শক ভিডিয়োটিকে কৃত্রিম মেধা দ্বারা সম্পাদিত বলে দাবি করেছেন।