ভারত ইলেকট্রনিক্স লিমিটেড। ছবি: সংগৃহীত।
কেন্দ্রীয় সংস্থায় চাকরি খুঁজছেন? প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড দিচ্ছে সেই সুযোগ। সংস্থার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ১২টি পদে স্নাতকদের নিয়োগ করা হবে। নিযুক্তরা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (হিউম্যান রিসোর্স) পদে কাজ করবেন। তবে উল্লিখিত পদে নিয়োগ এবং আবেদন সংক্রান্ত বিষয়ে রয়েছে বেশ কিছু শর্তাবলি।
আবেদনকারীদের বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, বিজ়নেস ম্যানেজমেন্ট— উল্লিখিত বিষয়ের মধ্যে যে কোনও একটিতে স্নাতক প্রার্থীদের নিয়োগ করা হবে। উল্লিখিত পদে অনূর্ধ্ব ২৮ বছর বয়সিরা আবেদন করতে পারবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তদের জন্য ২১,৫০০ টাকা - ৮২,০০০ টাকা বেতনক্রমে পারিশ্রমিক বরাদ্দ করা হয়েছে। স্কিল টেস্ট এবং লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীর যোগ্যতা যাচাই করা হবে। উল্লিখিত পদে পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার মিলবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন জমা দিতে হবে। আবেদনমূল্য ২৯৫ টাকা। আবেদনের শেষ দিন ২৫ ফেব্রুয়ারি। এই বিষয়ে আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।