বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
কলকাতার রাষ্ট্রায়ত্ত সংস্থায় গবেষক প্রয়োজন। তাঁকে নির্দিষ্ট সময়ের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ একটি। নিযুক্ত ব্যক্তির জন্য প্রতি মাসে ৩৫ হাজার পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে।
বোস ইনস্টিটিউট-এ প্রজেক্ট অ্যাসোসিয়েট নিয়োগ করা হবে। সংস্থার বায়োলজিক্যাল সায়েন্সেস বিভাগের একটি গবেষণার প্রকল্পের জন্য ওই পদে গবেষক প্রয়োজন। ন্যাচরাল বা এগ্রিকালচারাল সায়েন্সস, ভেটেরিনারি সায়েন্সেস-এ স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা ওই কাজের সুযোগ পাবেন। এ ক্ষেত্রে তাঁদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বিশেষ উদ্ভিদ কী ভাবে ‘স্ট্রেস রেসপন্স’ করে, তা নিয়ে বোস ইনস্টিটিউট-এ গবেষণার কাজ চলছে। ওই প্রকল্পে আর্থিক অনুদান দিয়েছে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন (এএনআরএফ)। প্রকল্পের মেয়াদ ২০ মে, ২০২৭ পর্যন্ত।
তাই আবেদনকারীদের কোনও সরকারি কিংবা বেসরকারি সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকলে উল্লিখিত বিভাগে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন। এ ছাড়াও প্রার্থীদের মলিকিউলার বায়োলজি, বায়োইনফরমেটিক্স, জেনোমিক স্টাডিজ় নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীরা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে পারবেন। এর জন্য তাঁদের ১৪ ডিসেম্বরের মধ্যে সমস্ত নথি পাঠিয়ে দিতে হবে। এর পর ১৫ ডিসেম্বর ইন্টারভিউয়ের জন্য বোস ইনস্টিটিউট-এর সল্টলেক ক্যাম্পাসে পৌঁছে যেতে হবে। ওই দিনই হবে যোগ্যতা যাচাই।