বোস ইনস্টিটিউট। ছবি: সংগৃহীত।
বোস ইনস্টিটিউটে পশু চিকিৎসক (ভেটেরিনারিয়ান) নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারি সংস্থা কিংবা রাজ্য সরকারের অধীনে ওই পদে কাজ করেছেন, এমন অবসরপ্রাপ্ত ব্যক্তিরা আবেদন করতে পারবেন। নিযুক্তকে মধ্যমগ্রামের সেন্টার ফর ট্রান্সলেশনাল অ্যানিম্যাল রিসার্চে কাজ করতে হবে। শূন্যপদ একটি।
নিযুক্ত ব্যক্তিকে ভেটেরিনারি সায়েন্সেস অ্যান্ড অ্যানিম্যান হাসবেন্ড্রি বিষয়ে স্নাতক হতে হবে। এ ছাড়াও ইন্ডিয়ান ভেটেরিনারি কাউন্সিল বা স্টেট ভেটেরিনারি কাউন্সিলে নাম নথিভুক্ত থাকা আবশ্যক। প্রার্থীর বয়স ৬৩ বছরের কম হওয়া বাঞ্ছনীয়।
নিযুক্তকে প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও দু’বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। নিযুক্তকে সরকারি নিয়মানুসারে প্রতি মাসের বেতন দেওয়া হবে।
একটি ফর্ম পূরণ করে তার সঙ্গে সমস্ত নথি পাঠিয়ে আবেদনপত্র ডাকযোগে জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ১৪ জুলাই। এই বিষয়ে বিশদ জানতে বোস ইনস্টিটিউটের ওয়েবসাইটে (jcbose.ac.in)-এ গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।