BECIL Recruitment 2025

একাধিক পদে কর্মী নিয়োগ বেসিল-এ, কোন পদে কত বেতন?

নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। নয়াদিল্লির ‘প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া’-র অফিসে নিযুক্তদের পোস্টিং হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ১৪:০৪
Share:

প্রতীকী ছবি।

কেন্দ্রের তথ্য ও সম্প্রচারমন্ত্রকের অধীনস্থ ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এ কর্মী নিয়োগ হবে। সম্প্রতি সংস্থার ওয়েবসাইটে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়াও শুরু হয়েছে। নিয়োগ হবে চুক্তির ভিত্তিতে। নয়াদিল্লির ‘প্রেস রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া’-র অফিসে নিযুক্তদের পোস্টিং হবে।

Advertisement

সিনিয়র প্রোগ্রামার/সিনিয়র ডেভেলপার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, প্রোগ্রাম ডেভেলপার/সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে নিয়োগ করা হবে কর্মী। শূন্যপদ রয়েছে পাঁচটি। সব ক’টি পদেই চুক্তির ভিত্তিতে কাজ করতে হবে।

সিনিয়র প্রোগ্রামার/সিনিয়র ডেভেলপার/সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য কম্পিউটার সায়েন্সে (সিএস) ব্যাচেলর অফ টেকনোলজি (বিটেক) ডিগ্রি থাকা চাই। পাশাপাশি, চার বছরের সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদের জন্য মাসিক বেতন ৬৬ হাজার টাকা। প্রোগ্রাম ডেভেলপার/সফটওয়্যার ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য সিএস-এ বিটেক ডিগ্রির পাশাপাশি দু’বছরের কাজের অভিজ্ঞতা চাই। মাসিক বেতন ৪৪ হাজার টাকা। ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদের ক্ষেত্রেও অন্যান্য পদগুলির মতো একই ডিগ্রি প্রয়োজন। তার সঙ্গে সংশ্লিষ্ট বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ২৯,৫০০ টাকা মাসিক বেতন। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখুন।

Advertisement

আবেদন করবেন কী ভাবে?

চাকরিপ্রার্থীদের বেসিল-এর ওয়েবসাইট https://www.becil.com/-এ গিয়ে আবেদন জানাতে হবে। ‘হোমপেজ’ থেকে ‘কেরিয়ার’-এ গেলে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তিটি দেখতে পাওয়া যাবে। সেখানে দেওয়া তথ্য অনুযায়ী আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৩০ জুন আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য এবং শর্তাবলি জানতে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেড (বেসিল)-এর ওয়েবসাইটটি দেখতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement