কলকাতা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে গবেষক প্রয়োজন। প্রতিষ্ঠানের রেডিয়ো, ফিজিক্স অ্যান্ড ইলেক্ট্রনিক্স বিভাগের আয়োজিত গবেষণা প্রকল্পে কর্মী প্রয়োজন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগে থেকে আবেদনপত্র জমা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
জুনিয়র রিসার্চ ফেলো (জেআরএফ) এবং প্রোজেক্ট অ্যাসসিয়েট নেওয়া হবে। প্রকল্পটিতে কাজের মেয়াদ এক বছরের। প্রয়োজন অনুযায়ী মেয়াদ বৃদ্ধি করা হবে। জেআরএফ প্রতি মাসে ৩৭ হাজার টাকা করে ফেলোশিপ পাবেন। প্রোজেক্ট অ্যাসসিয়েট পাবেন ৩০ হাজার টাকা করে। আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ ইঞ্জিনিয়ারিং অথবা মাস্টার অফ টেকনোলজি পাশ করতে হবে। বাকি প্রয়োজনীয় যোগ্যতা জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নেওয়া যেতে পারে।
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। ইন্টারভিউয়ের দিন জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, একটি ছবি সঙ্গে রাখা দরকার। ৩ ডিসেম্বর বেলা ১২টা থেকে শুরু হবে ইন্টারভিউ। বিস্তারিত তথ্য এবং শর্তাবলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি থেকে জানা যাবে।