বিদ্যুৎ ভবন। ছবি: সংগৃহীত।
রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে অ্যাকাউন্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ওই কাজের জন্য চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট (সিএ) কিংবা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টরা (সিএমএ) আবেদনের সুযোগ পাবেন। সম্প্রতি আবেদনের শেষ দিন পরিবর্তন করা হয়েছে।
সিএ বা সিএমএ-দের অ্যাপ্লায়েড ইকোনমিক্স, ইলেকট্রোমেট্রিক্স, ফিনান্স বিষয়ে প্রফেশনাল কোর্স সম্পূর্ণ থাকা প্রয়োজন। এ ছাড়াও অন্তত ১৫ বছর ম্যানেজার কিংবা সমতুল পদে কোনও শক্তি উৎপাদন কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
নিযুক্তদের ছ’মাসের চুক্তিতে কাজ করতে হবে। এই মেয়াদ কাজের উৎকর্ষের নিরিখে বৃদ্ধি পেতে পারে। পারিশ্রমিক হিসাবে প্রতি মাসে ১ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। তবে ক’জনকে ওই পদে নিয়োগ করা হবে, সেই সম্পর্কিত তথ্য রাজ্যের বিদ্যুৎ নিয়ন্ত্রক কমিশনের তরফে জানানো হয়নি।
ডাকযোগে আগ্রহীরা আবেদন করতে পারবেন। জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্রের নথি-সহ আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ দিন ২৫ অগস্ট।