ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) , বেঙ্গালুরু। ছবি: সংগৃহীত।
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (আইআইএসসি) , বেঙ্গালুরুতে কর্মখালি। প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ইঞ্জিনিয়ারেরা কাজের সুযোগ পাবেন। তাঁদের রিসার্চ অ্যাসোসিয়েট এবং সিনিয়র রিসার্চ ফেলো পদে কাজ করতে হবে। শূন্যপদ তিনটি।
রিসার্চ অ্যাসোসিয়েট হিসাবে সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিদের নিয়োগ করা হবে। তাঁদের সরকারি কিংবা বেসরকারি সংস্থায় অন্তত দু’বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
সিনিয়র রিসার্চ ফেলো হিসাবে হাইড্রলিক্স, হাইড্রোলজি, ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্নেরা আবেদনের সুযোগ পেতে পারেন। তাঁদের কোনও সরকারি প্রকল্পে দু’বছরের কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।
প্রতি মাসে সিনিয়র রিসার্চ ফেলোকে ৫৩,৩৪০ টাকা এবং রিসার্চ অ্যাসোসিয়েটদের ৭৩,৬৬০ টাকা থেকে ৮৫,০৯০ টাকা পারিশ্রমিক হিসাবে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের চুক্তিতে তাঁদের কাজ চলবে।
আগ্রহীদের ১৫ ফেব্রুয়ারির মধ্যে ই-মেল মারফত আবেদন জানাতে হবে। বাছাই করা প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেবে আইআইএসসি , বেঙ্গালুরু।