গ্রাফিক: আনন্দবাজার ডট কম ডেস্ক
জাতীয় মেডিক্যাল কমিশন-এ পরামর্শদাতা প্রয়োজন। ওই পদে অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকদের সুযোগ দেওয়া হবে। শূন্যপদ একটি।
কেন্দ্রীয় মন্ত্রক বা বিভাগের অধীনে আধিকারিক পদে চাকরি করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত পদে যোগদানের সুযোগ পাবেন। তাঁদের নোটিং, ড্রাফ্টিং-এর কাজে দক্ষতা থাকা প্রয়োজন। বিভিন্ন খাতে সরকারি নীতি, নির্দেশিকা, নিয়োগের নিয়ম তৈরি সংক্রান্ত কাজেও অভিজ্ঞতা থাকা আবশ্যক।
প্রাথমিক ভাবে এক বছরের চুক্তিতে কাজ করতে হবে। পরে ওই মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি পেতে পারে। তবে, নিযুক্তের বয়স ৬৪ বছরের মধ্যে হতে হবে। তাঁদের ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাইকরণ চলবে।
আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র ন্যাশনাল মেডিক্যাল কমিশনের দফতরে পাঠানো প্রয়োজন। কী ভাবে আবেদন জমা দেবেন, তার বিশদ তথ্য কমিশনের ওয়েবসাইট-এ দেওয়া হয়েছে।